Ritabhari Chakraborty: সাদা শাড়িতে উত্তাপ বাড়াচ্ছেন ঋতাভরী, প্রকাশ্যে ছবি

Bengali actress Ritabhari Chakraborty in a stunning white saree.

বাংলা ছোট পর্দার অভিনেত্রীদের মধ্যে অন্যতম ঋতাভরী চক্রবর্তী (Bengali actress, Ritabhari Chakraborty)। একটা সময় স্টার জলসা জনপ্রিয় ধারাবাহিক এর মাধ্যমে শুরু হয়েছিল পথ চলা। আর সেই থেকে আজ পর্যন্ত তার জনপ্রিয়তা থেকে গেছে একই জায়গায় তাতে কোনো রকম ভাটা পড়েনি। শুধু ছোটপর্দা নয়, অভিনেত্রীকে দেখা গিয়েছে বড় পর্দাতেও।

২০২০ সালে মুক্তি পেয়েছিল ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ আর সেখানেই মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী। তাই ছোট পর্দা থেকে শুরু করে বর পর্দা সব জায়গাতেই সাবলীল ভাবে অভিনয় করেছেন তিনি। তাঁর অভিনয় দক্ষতার পরিচয় আমরা সকলেই পেয়েছি। অভিনয়ের পাশাপাশি অভিনেত্রী মডেলিং জগতেও নিজের জায়গা করে নিয়েছেন ঠিক সেই কারণেই দেশের বিদেশের বিভিন্ন মডেলিং শোয়ে তাঁর দেখা মেলে।

   

তবে বিনোদনে জগত ছড়িয়ে রাখলেও তিনি সামাজিক মাধ্যমে সমানভাবে সক্রিয় আর তারই প্রতিফলন হিসেবে মাঝেমধ্যেই নেটিজেনদের সামনে উঠে আসে তার বিভিন্ন রকম পোস্ট। আর তাতে অভিনেত্রী রূপের শিকার হন গোটা পুরুষ সমাজ। মাঝেমধ্যেই তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নিজের ছবি শেয়ার করে নেন ভক্তদের সাথে। সম্প্রতি ঠিক সেই রকমই এক ছবি প্রকাশ্যে এসেছে, যাতে আরও একবার অভিনেত্রীর প্রেমে পড়েছেন সকলে।

ছবিটিতে দেখা যাচ্ছে সাদা শাড়ি পরে শুয়ে রয়েছেন অভিনেত্রী, তাঁর হাতে রয়েছে একটি গল্পের বই।সাদা শাড়ির সাথে তিনি পড়েছেন মানানসই ডিপ নেক কালো ব্লাউস যাতে উন্মুক্ত রয়েছে বক্ষ। মাথায় ফুলের মালা, আর গলায় সরু চেন যা অভিনেত্রীর রূপকে আরও বাড়িয়ে তুলেছে। ছবিটি ইতিমধ্যেই কয়েক হাজার নেটিজেনের সামনে এসেছে, সেই সাথে অনেকেই কমেন্ট করেছেন অভিনেত্রীকে উদ্দেশ্য করে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Ritabhari Chakraborty (@ritabhari_chakraborty)


#RitabhariChakraborty #BengaliActress #WhiteSaree #HotLook #Glamorous #Photoshoot

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন