ডিসেম্বরেই চর্চিত প্রেমিক সুমিতের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন ঋতাভরী! কোথায় ও কবে জানুন

bengali-actress-ritabhari-chakraborty-married-december-boyfriend-sumit-arora

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty),বর্তমানে তার প্রেমের খবরে আলোচনায় রয়েছেন। গত বছরে দীপাবলি ও বড়দিনের উৎসবে প্রকাশ্যে চর্চিত প্রেমিকে সুমিত অরোরার (Sumit Arora) সঙ্গে ছবি শেয়ার করেন অভিনেত্রী। এর পর থেকেই তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনা তুঙ্গে। নতুন বছরের শুরুতেই বড় খবর, তাঁর জীবনের বিশেষ মানুষটি শুধু প্রেমিকই নয়, তিনি শীঘ্রই জীবনের এক নতুন অধ্যায়ের দিকে পা বাড়াতে চলেছেন।

ঋতাভরী (Ritabhari Chakraborty) ও সুমিতের (Sumit Arora) সম্পর্কের শুরু হয়েছিল সিনেমা ও সোশ্যাল মিডিয়া থেকেই। অভিনেত্রী প্রায়শই তাঁর ইনস্টাগ্রামে সুমিতকে ‘বেবি’ বলে সম্বোধন করতেন। দুজনের মধ্যে চরম আদর-ভালবাসা ফুটে উঠত তাঁর পোস্টগুলিতে। প্রথমদিকে সুমিতের সঙ্গে ঋতাভরীর সম্পর্ক গুঞ্জনে থাকলেও, দীপাবলির সময় তারা একে অপরকে ঘরোয়া অনুষ্ঠানে সবার সামনে আনেন। এরপর বড়দিনে ঋতাভরী তাঁর ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে সুমিতকে পরিচয় করিয়ে দেন। সেখান থেকেই দুজনের সম্পর্ক আরও পোক্ত হয়ে ওঠে। 

   

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Ritabhari Chakraborty (@ritabhari_chakraborty)

সূত্রের খবর, চলতি বছরের ডিসেম্বরেই এই জুটির গাঁটছড়া বাঁধার (wedding) সময়ও ঠিক হয়ে গেছ। তবে সেটা এ দেশে নয়, তাইল্যান্ডে ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে একটি ডেস্টিনেশন ওয়েডিংয়ের পরিকল্পনা করেছেন ঋতাভরী (Ritabhari Chakraborty)। জানা গেছে, বিয়ের অনুষ্ঠান হবে খুবই ঘরোয়া আয়োজনে। তবে প্রীতিভোজের জন্য একটি জাঁকজমকপূর্ণ আয়োজন করার পরিকল্পনা রয়েছে। বাঙালি ও পঞ্জাবি দুটি সংস্কৃতিতেই মেনেই বিয়ের অনুষ্ঠান হবে।

সুমিত অরোরা (Sumit Arora) বলিউডের অত্যন্ত প্রতিভাবান সংলাপ লেখক। তাঁর লেখা সংলাপগুলি দর্শকদের মনোযোগ আকর্ষণ করে। ‘জওয়ান’, ‘স্ত্রী’, ‘দাহাড়’, ‘দ্য ফ্যামিলি ম্যান’ সহ একাধিক জনপ্রিয় সিনেমা এবং সিরিজের মধ্যে তাঁর লেখা সংলাপ অনেক দর্শককেই মুগ্ধ করেছে। সুমিতের মধ্যে যে গভীর সৃজনশীলতা রয়েছে, তা ঋতাভরী খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তাঁদের সম্পর্কের মধ্যে যে ভালোবাসা এবং শ্রদ্ধা রয়েছে, তা প্রমাণিত হয়েছে অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে। 

ভক্তের ‘কাণ্ডে’ ধৈর্যর বাঁধ ভাঙল কারিনার! ভাইরাল ভিডিও দেখুন

অন্যদিকে ঋতাভরীকে (Ritabhari Chakraborty) শেষ দেখা গিয়েছিল পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের বহুরূপি ছবিতে। সত্য ঘটনা অবলম্বনে এই ছবিতে আবির চট্টোপাধ্যায় বিপরিতে অভিনয় করেন। এছাড়াও ছবিতে গুরত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে কৌশানি মুখোপাধ্যায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে। এই ছবি বক্স-অফিসে দারুণ সাফল্য লাউ করে। ছবির গানগুলো অত্যন্ত জনপ্রিয় হেয়ছিল। আগামীতে মৈনাক ভৌমিক পরিচালিত ‘গৃহস্থ’তে দেখা যাবে ঋতাভরীকে

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন