Paoli Dam: চরিত্রের জন্য পর্দায় নগ্ন হতেও রাজি পাওলি!!

Bengali actress Paoli Dam

সিনে দুনিয়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম (Paoli Dam)। বাংলা সিনেমার পাশাপাশি বলিউডেও ছাপ ফেলেছেন অভিনেত্রী। ২০১২ সালে বিবেক অগ্নিহোত্রীর ‘হেট স্টোরি’ দিয়ে বলিউডে পা রাখেন তিনি। তাঁর অভিনয় বরাবর দর্শকদের মন কেড়েছে। পর্দায় তাঁকে দেখে চোখ সরানো দায়। কিন্তু, এই অভিনেত্রীও বারেবারে জড়িয়েছেন বিতর্কে। কিন্তু, প্রত্যেকবার সমালোচকদের যোগ্য জবাবও দিয়েছেন তিনি।

Advertisements

২০১১ সালে শ্রীলঙ্কার পরিচালকের ছত্রাক ছবিতে একটি দৃশ্যে অভিনয় করা নিয়ে রীতিমতো সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাঁকে। যদিও তাতে দমে যাননি অভিনেত্রী। একবার এক সাক্ষৎকারে মহিলাধর্মী ছবি প্রসঙ্গে অভিনেত্রী বলেছিলেন, “আমার মনে হয় অনেক বদল আসছে। কঙ্গনা, বিদ্যা বালান একাধিক জোরাল ভূমিকায় অভিনয় করছেন।”

পাওলি বলেন, “সিনেমাতে গ্রহণ করলেও বাস্তবে মেয়েদের বাধ্য, নম্র এবং বিনয়ী হিসেবে অনেকে দেখতে চান। তা ভুল নয়। তবে মহিলাদের নিজেদের অধিকার রক্ষার জন্য লড়াই করতে হবে।”

Advertisements

একসময় সাক্ষাৎকারে পাওলিকে প্রশ্ন করা হয়েছিল চরিত্রের জন্য পর্দায় ফের নগ্ন হতে হলে তিনি কি দুবার ভাববেন? এই প্রশ্নের জবাবে পাওলি বলেন, “নির্ভর করছে ডিরেক্টর কে, কেন সেই দৃশ্য জরুরি। যদি আমার মনে হয় সেই দৃশ্যের প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে সিনেমার জন্য সব কিছু করব।”

পাওলি জানান, তার জীবনের পথে এগিয়ে যাওয়ার জন্য তাঁর বাবাই তাঁর আদর্শ। জীবনের প্রতিটি পদে তিনি তাঁকে সমর্থন করেছে। আর আজ তাই নিজের জায়গাটা তৈরি করতে পেরেছেন পাওলি।