সম্প্রতি টলিউডে বিতর্কিত অভিনেত্রীদের মধ্যে শীর্ষে হলেন নুসরাত জাহান (Nusrat Jahan)। প্রায়শই তার ব্যক্তিগত জীবন নিয়ে নানান সময় সমালোচনা হতে দেখা যায়। তবে সেই সমস্ত সমালোচনাকে তিনি যে একেবারেই পাত্তা দেন না তা তিনি নিজেই বহু সাক্ষাৎকারে বলেছেন। তাই নিজের সিদ্ধান্তে নিজের জীবন চালানোতেই বিশ্বাসী তিনি।
তবে এবার নেট মাধ্যমে আবার একটি নতুন পোস্ট শেয়ার করে সমালোচনা সম্মুখীন হতে হয়েছে অভিনেত্রীকে। প্রসঙ্গত এদিন নিজের একটি ফটো শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন ‘আনহোলি’। আর এই শব্দের বাংলা অনুবাদ করলে দাড়ায় অপবিত্র। এরপরই কমেন্টে তাকে নেটিজেনদের একাংশ তীব্র কটাক্ষ করে বসেন।
https://www.instagram.com/reel/ClDTl9bj6xr/?utm_source=ig_web_copy_link
তারা বলেন এই প্রথমবার বোধহয় অভিনেত্রী নিজের সম্পর্কে কোন সঠিক কথা বললেন। তবে অভিনেত্রী কিন্তু নিজেকে অপবিত্র বলতে চাননি।বরং একটি জনপ্রিয় ইংরেজি গান ‘আনহোলি’ নিজের ছবির সঙ্গে দিয়েছিলেন তিনি। সঙ্গে ছবির ক্যাপশনেও সেই কথাই তুলে ধরতে চেয়েছিলেন নুসরত।
তবে নেটিজেনদের একাংশ তাকে আক্রমণ করেছে যখন তখন তিনি পাশে পেয়েছেন তার অনুগামীদের। যারা বলেছেন তাদের প্রিয় অভিনেত্রী বরাবরের মতোই অসাধারণ সুন্দর লাগছে। সেই কটাক্ষের জন্যই বরাবরের মতো মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল অভিনেত্রীর এই ছবি।