সম্প্রতি কঙ্গনা রানাউত (Kangana Ranaut) তার আসন্ন ছবি ‘ইমার্জেন্সি’ (Emergency)-নিয়ে আলোচনায় রয়েছে। এই ছবিতে তিনি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর (Indira Gandhi) চরিত্রে অভিনয় করেছেন । কঙ্গনার অভিনয় নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন আলোচনা চলছে । ছবিতে তার সংলাপগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে। তবে কঙ্গনা প্রথম নয়, এর আগেও বেশ কিছু বলিউড অভিনেত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে পর্দায় জীবন্ত করেছেন এই ঐতিহাসিক ব্যক্তিত্বকে। আসুন, জেনে নেওয়া যাক কঙ্গনার আগে কোন কোন অভিনেত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন।
View this post on Instagram
১. লারা দত্ত – ‘বেল বটম’
কঙ্গনার আগে ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী লারা দত্ত। ২০২১ সালে মুক্তি পায় বেল বটম সিনেমা। ছবিতে লারা দত্ত ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন। যদিও ছবিটি বক্স অফিসে তেমন সাফল্য লাভ করতে পারেনি। তবে দর্শকরা তার অভিনয় প্রশংসা করেছেন। ছবির কাহিনী ১৯৮০ সালের বিমান হাইজ্যাকের ঘটনা নিয়ে তৈরি।
২. নবনী পারিহার – ‘ভুজ: দ্য প্রাইড অফ ইন্ডিয়া’
নবনী পারিহার ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন। ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ভুজ: দ্য প্রাইড অফ ইন্ডিয়া ছবিতে তিনি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করেছেন। এই ছবিটি মুক্তির পর দর্শক ও সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল। তবে নবনী পারিহারের অভিনয় প্রশংসিত হয়েছে।
৩. ফ্লোরা জ্যাকব – ‘রেইড’ এবং ‘থালাইভি’
অভিনেত্রী ফ্লোরা জ্যাকব পর্দায় দু’বার ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন। প্রথমবার তিনি রেইড ছবিতে ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করেন। পরে কঙ্গনা রানাউতের থালাইভি ছবিতে একই চরিত্রে তাকে দেখা যায়। থালাইভি ছবিতে কঙ্গনার রাজনৈতিক জীবনের কাহিনী ফুটে ওঠে। ইন্দিরা গান্ধীর চরিত্রে ফ্লোরা তার অভিনয়ের মাধ্যমে মনোযোগ আকর্ষণ করেন।
৪. সুপ্রিয়া বিনোদ – ‘ইন্দু সরকার’
২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ইন্দু সরকার ছবিতে ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী সুপ্রিয়া বিনোদ। ছবিটি ১৯৭৫ সালের জরুরি অবস্থার পটভূমিতে তৈরি। ছবিতে ইন্দিরা গান্ধীর রাজনৈতিক সিদ্ধান্তের প্রভাব এবং তার নেতৃত্বের ভূমিকাকে তুলে ধরা হয়।
উল্লেখ্য, নির্মাতা রামকমল মুখোপাধ্যায়ের ‘ইমার্জেন্সি'(Emergency) কঙ্গনা রানাউতকে (Kangana Ranaut) দেখা যাবে ইন্দিরা গান্ধীর (Indira Gandhi) ভূমিকায় । এই ছবিটি মুক্তির পর ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তকে পর্দায় তুলে ধরবে। কঙ্গনার অভিনয়ে ইন্দিরা গান্ধীকে ফুটিয়ে তোলা দেখে চলচ্চিত্রপ্রেমীরা এক নতুন দৃষ্টিকোণ পাবেন। ছবিটি মুক্তির আগে নানা বির্তকে জড়িয়েছিল। তবে সবরমক বাধা বিপত্তি পেরিয়ে আগামী ১৭ জানুয়ারি বড় পর্দায় মুক্তি পাবে ‘ইমার্জেন্সি’ ।