নোরার রূপে ৮ থেকে ৮০ হচ্ছে বোল্ড আউট

নোরা ফাতেহি (nora fatehi) নামটা শুনলেই বিশেষত পুরুষদের মনে নানান ধরনের ভাবনার বিকাশ ঘটতে দেখা যায়। বলিউড জগতে এই অভিনেত্রী মূলত ‘আইটেম ডান্সার’ হিসেবে পরিচিত।…

nora-fatehi

নোরা ফাতেহি (nora fatehi) নামটা শুনলেই বিশেষত পুরুষদের মনে নানান ধরনের ভাবনার বিকাশ ঘটতে দেখা যায়। বলিউড জগতে এই অভিনেত্রী মূলত ‘আইটেম ডান্সার’ হিসেবে পরিচিত। অভিনেত্রী বিখ্যাত গান গুলির মধ্যে অন্যতম উল্লেখযোগ্য গানগুলি হল ‘ডান্স মেরি রানী’, ‘গরমী’, ‘দিলবর’, ‘ও শাকি শাকি’ ও আরো অনেক গান দর্শকদের কাছে জনপ্রিয়।

Advertisements

nora-fatehi

   

 চলতি বছরের আগামী ২৫ অক্টোবর মুক্তি পেতে চলেছে সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত ‘থ্যাঙ্ক গড’ সিনেমাতে নোরা ‘মানিকে’ গানে নাচ করেছেন। ইতিমধ্যে এই গানটি দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বর্তমানে এই অভিনেত্রী হিন্দি কালারস চ্যানেলে ‘ঝলক দিখলাজা’ নামক নাচের রিয়ালিটি শোয়ের বিচারকের স্থান গ্রহণ করে রয়েছেন।

আর এই শুয়ের জন্যই তিনি মাঝেমধ্যে বিভিন্ন রূপে ধরা দেয় দর্শকদের কাছে তার ইনস্টাগ্রামে ফটো পোস্টের দ্বারা। তেমন কিছু ফটো ও ভিডিও ইনস্টাগ্রাম একাউন্টের স্টোরিতে দেখতে পাওয়া যাচ্ছে। অভিনেত্রীর পরনে রয়েছে রুপালি রঙের শাড়ি এবং ফুলস্লীভ ডিপ কাটিং ব্লাউজ। এই পোশাক অভিনেত্রীরা এমন ভাবে জড়িয়ে আছে যে তার শরীরের কার্ভি ধরণের গঠন স্পষ্ট বোঝা যাচ্ছে। এই পোশাকের সাথে তার হাতে রয়েছে বিশেষ ধরনের ক্লাচ ব্যাগ, যেটি দেখতে ঝিনুকাকৃতি। এই মনমোহিনী রূপে অভিনেত্রী সকল বয়সের পুরুষদের করে দিয়েছে বোল্ড আউট।