Bappi Lahiri: চলে গেলেন সুরলোকে, রেখে গেলেন বিপুল সম্পত্তি ও সোনা

সংগীত জগতে ফের নক্ষত্রপতন। চলে গেলেন ডিস্কো কিং বাপি লাহিড়ী (Bappi Lahiri)। তাঁর সুরেই ডিস্কো গানের সঙ্গে পরিচয় ঘটে দেশবাসীর। বলিউড ছবির গানকে অন্যরূপ দিয়েছিলেন তিনি। তৈরি করেছিলেন নিজস্ব স্টাইল। তবে শুধু গানে নয়। পোশাক এবং সাজেও নিজেকে অন্যের থেকে আলাদা করেছিলেন তিনি। যেখানে সোনা ও বাপ্পি লাহিড়ি সমার্থক। বাপ্পি লাহিড়িকে যখনই দেখা গেছে তাঁর গলায় অসংখ্য সোনার চেন , হাতে সোনার বিভিন্ন অলঙ্কার সহই তাঁকে দেখা গেছে। আজ তিনি নেই। পরে আছে সেসব গয়না। জানেন তার পরিমাণ কতো?

Advertisements

২০১৪ সালে নির্বাচনের জন্য সম্পত্তির ডিক্লারেশনে তিনি জানিয়েছিলেন তাঁর কাছে ৭৫৪ গ্রাম সোনা রয়েছে। তাছাড়া ওঁনার কাছে ৫৫ লক্ষ টাকার টেসলা গাড়িও ছিল। আসলে সোনার গয়না ছাড়া দামি গাড়ির প্রতিও দারুণ আকর্ষণ ছিল বাপ্পি-দার। তাঁর গ্যারাজে ৫ টি অত্যন্ত দামি গাড়ির মধ্যে রয়েছে বিএলডাব্লু, আউডি-র মতো গাড়ি।

   

২০২১-এর কারনলেজের তথ্য অনুযায়ী, বাপ্পি লাহিড়ির মোট সম্পত্তির পরিমাণ ৩ মিলিয়ন ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় ২২ কোটি টাকার সম্পত্তি। বাপ্পি লাহিড়ির মাসিক আয় ২০ লক্ষ টাকা এবং বাৎসরিক আয় ২ কোটি টাকারও বেশি ছিল। তিনি সিনেমার একটা গানের জন্য ৮ থেকে ১০ লক্ষ টাকা পারিশ্রমিক নিতেন। তাছাড়া বিভিন্ন মিউজিক কম্পোজিশনের পাশাপাশি স্টেজ শো-থেকে প্রচুর রোজগার করতেন।

এছাড়া ২০০১ মুম্বইতে যে বাড়ি তিনি কেনেন তার দাম ৩.৫ কোটি টাকা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements