News Desk: দুর্গাপুজায় সাম্প্রদায়িক হামলার জেরে বাংলাদেশ হয়েছিল তীব্র উত্তপ্ত ও রক্তাক্ত। এর প্রতিবাদে কালীপূজা ও দীপাবলির অনুষ্ঠান পালনে আলোকময় পরিবেশ করা থেকে বিরত থাকতে বলেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। তবুও অনেকে দীপাবলিতে সামিল।
Advertisements
অন্যদিকে সাম্প্রদায়িক বাংলাদেশ নয়, অসাম্প্রদায়িক বাংলাদেশের দাবিতে অভিনব প্রতিবাদ হলো দিপাবলীর রাতে।
সাম্প্রদায়িক সন্ত্রাস রুখে দেয়ার প্রত্যয় নিয়ে দীপাবলি ও কালীপূজার দিনে মুখোশ মিছিল করেছে বাংলাদেশ হিন্দু আইন পরিষদ। মিছিল থেকে হামলাকারীদের আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন সংগঠনের নেতারা।
Advertisements
অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে করা এই মিছিলের সাথে অন্য ধর্মাবলম্বী গোষ্ঠী থেকেও একাত্মতা প্রকাশ করতে দেখা যায়৷