Porimoni: বিতর্কিত রাজনৈতিক স্লোগান ‘খেলা হবে’ নামেই ছবি, পরীমণির শুটিং ভারতে!

বিতর্কিত রাজনৈতিক স্লোগান ‘খেলা হবে’। এই স্লোগানের জন্মদাতা বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের বাহুবলী সাংসদ শামীম ওসমান। নারায়ণগঞ্জের রাজনৈতিক সভা থেকে বিরোধীদের হুঁশিয়ারি দিয়ে খেলা…

বিতর্কিত রাজনৈতিক স্লোগান ‘খেলা হবে’। এই স্লোগানের জন্মদাতা বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের বাহুবলী সাংসদ শামীম ওসমান। নারায়ণগঞ্জের রাজনৈতিক সভা থেকে বিরোধীদের হুঁশিয়ারি দিয়ে খেলা হবে বলেছিলেন তিনি। সেই স্লোগানটি সামাজিক মাধ্যমে সীমান্তের ওপারে পশ্চিমবঙ্গের গত বিধানসভা ভোটে তীব্র চর্চিত হয়েছিল। তৃণমূল কংগ্রেসের বাহুবলী নেতা অনুব্রত মণ্ডল যিনি বাংলাদেশের দিকে গরু পাচার করার মামলায় জড়িয়ে জেলে বন্দি, তিনিও স্লোগানটি হুঁশিয়ারি দিতে আরও ছড়িয়ে দেন। তীব্র বিতর্কিত ‘খেলা হবে’ এবার ঢালিউডে আসছে। অভিনেত্রী (Porimoni) পরীমণি।

বাংলাদেশি অভিনেত্রী পরীমণি সম্প্রতি তাঁর পঞ্চম স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ করেছেন। এই কারণে তিনি তীব্র চর্চিত। জানা যাচ্ছে, পরী অভিনীত ছবি খেলা হবে শুটিং শীঘ্রই শুরু হবে। শুটিং করতে ভারতে যাবেন পরীমণি। তবে তাঁর শুটিং কোথায় হবে তা জানায়নি ছবির নির্মাতা সংস্থা।

পরিচালক তানিম রহমান অংশু জানান, এই ছবিতে পরীমণির সাথে আছেন বাংলাদেশের আরও এক চর্চিত অভিনেত্রী বুবলি। টিএম ফিল্মস ছবিটি প্রযোজনা করবে। অক্টোবরে খেলা হবে ছবির শুটিং হওয়ার কথা আছে ভারতে। টিএম ফিল্মসের পক্ষে ভারতে শুটিংয়ের অনুমতি চেয়ে আবেদন করা হয়। ভারত সরকার অনুমতি দিয়েছে।আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ২১ অক্টোবর পর্যন্ত ২৫ দিন ভারতে শুটিং চলবে।

শামসুন্নাহার স্মৃতি পরীমণির মতোই বাংলাদেশে বিতর্কের কেন্দ্রে আছেন অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলি। তাঁর সাথে বাংলাদেশের সুপার স্টার শাকিব খানের সম্পর্ক ও টানাপোড়েন তীব্র আলোচিত হচ্ছে। বুবলি ও পরীমণি দুই বিতর্কিত নায়িকা টলিউডেও বিশেষ পরিচিত।