বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী (Mehazabien Chowdhury)। দীর্ঘদিন ধরে তাঁদের প্রেমের সম্পর্কের গুঞ্জন। আর সেই গুঞ্জন এবার বাস্তবে পরিণত হতে চলেছে। আর তাঁর পাত্র হলেন বাংলাদেশের নামী পরিচালক ও প্রযোজক আদনান আল রাজীব (Adnan Al Rajeev)।
প্রায় এক যুগের বেশি সময় ধরে মেহজাবীন (Mehazabien Chowdhury)ও রাজীবের (Adnan Al Rajeev)প্রেমের সম্পর্কে। তবে তাঁরা তাদের সম্পর্ক নিয়ে কখনোই প্রকাশ্যে কিছু বলেননি। সম্পর্কের বিষয়ে কোনও প্রশ্ন উঠলেই দু’জনেই এড়িয়ে গেছেন। তাদের ব্যক্তিগত জীবন নিয়ে কখনোই কোনো মন্তব্য করেননি তারা। তবে নানা সময় তাঁদের একসঙ্গে বিভিন্ন জায়গায় দেখা গেছে।
বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ২৩ ফেব্রুয়ারি ঢাকার বাইরে একটি রিসোর্টে হবে তাঁদের গায়ে হলুদের অনুষ্ঠান। পরের দিন অর্থাৎ ২৪ ফেব্রুয়ারি সেখানেই হবে বিয়ের আনুষ্ঠান। যদিও মেহজাবীন (Mehazabien Chowdhury) এই বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি। তবে জানা গিয়েছে তাঁদের ঘনিষ্ঠ কিছু বন্ধু-বান্ধবী এই বিশেষ অনুষ্ঠানে নিমন্ত্রণ পেয়েছেন।
মেহজাবীন (Mehazabien Chowdhury) ও রাজীবের (Adnan Al Rajeev) সম্পর্কের শুরুটা ২০১৯ সালে। তাদের প্রথম দেখা যায় ঢাকার একটি শপিংমলে। সেখানে একসঙ্গে হাত ধরে হাঁটছিলেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল তাদের এই ভিডিও। তারপর থেকে তাঁদের একসঙ্গে দেখা গেছে অনেকবার। বিভিন্ন সময় তাদের সম্পর্ক নিয়ে নানা আলোচনা চলছিল। তবে এবার সেই সম্পর্ক আনুষ্ঠানিক স্বীকৃতি পাচ্ছে।
২০০৯ সালে একটি রিয়েলিটি শোয়ের মাধ্যমে মেহজাবীন চৌধুরী (Mehazabien Chowdhury) তার ক্যারিয়ার শুরু করেন। এরপর তিনি বাংলাদেশে বিভিন্ন নাটকে (যা এখানে টেলিফিল্ম নামে পরিচিত) নিয়মিত অভিনয় করেছেন এবং পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা। তবে এখনও পর্যন্ত তিনি কোনো সিনেমায় অভিনয় করেননি। অন্যদিকে, তার হবু বর আদনান আল রাজীব (Adnan Al Rajeev) বাংলাদেশের একজন সফল পরিচালক ও প্রযোজক। তিনি দেশের শীর্ষ বিজ্ঞাপন নির্মাতাদের একজন হিসেবে পরিচিত।