পদ্মাপার থেকে গঙ্গাপার আগেই একাকার করেছেন। এবার আরব সাগর পারাপার? বাংলাদেশের সর্বাধিক চর্চিত অভিনেত্রী জয়া আহসান (Jaya Ahsan) সমকালীন আন্তর্জাতিক চলচ্চিত্র মহলেও আলোচিত। তিনিই শুক্রবার বলিউডে ছায়ামানবী। ঢালিউড, টলিউড হয়ে বলিউড রুপোলি জীবনের একটি বৃত্ত সম্পূর্ণ হলো জয়ার। যদিও তাঁর আগে সম্প্রতি বলিউড কাঁপিয়েছেন বাংলাদেশেরই অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তবে জয়ার জনপ্রিয়তা আরও বেশি বলেই মনে করা হয়।
হিন্দি সিনেমায় অভিষেক হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের। অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত সিনেমা ‘কড়ক সিং’ ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে মুক্তির মধ্য দিয়ে জয়ার বলিউড এন্ট্রি।
‘কড়ক সিং’ ছবির গল্পে আছেন অ্যামনেশিয়ায় আক্রান্ত অর্থনৈতিক দুর্নীতি বিভাগের এক কর্মকর্তা। ছবিতে জয়া ছাড়াও আছেন পঙ্কজ ত্রিপাঠি, পার্বতী, সঞ্জনা সাংঘি প্রমুখ। গগোয়ায় ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয় সিনেমাটির। সেই প্রিমিয়ারে হাজির ছিলেন বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান।
জয়া আহসান বলেছেন, ‘আমার প্রথম হিন্দি সিনেমা। চরিত্রটিও দারুণ। এই ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়ে বেশ রোমাঞ্চিত ছিলাম। ছবির পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী এবং আমার সহ-অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি। আমি সব সময় অনিরুদ্ধ ও পঙ্কজের সঙ্গে কাজ করতে চেয়েছি। তাঁদের সঙ্গে কাজ করা এবং তাও প্রথম হিন্দি ছবিতে, আনন্দ দ্বিগুণ করে।’