এখনও শাকিবেই মগ্ন? উৎসবের মাঝে বিস্ফোরক অপু বিশ্বাস

ঢলিউডের এক সময়ের জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাসকে নিয়ে গুঞ্জন উঠেছিল হয়তো অতীত ভুলে নতুন করে সংসার শুরু করবেন। কিন্তু ভক্তদের সেই আশায়…

ঢলিউডের এক সময়ের জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাসকে নিয়ে গুঞ্জন উঠেছিল হয়তো অতীত ভুলে নতুন করে সংসার শুরু করবেন। কিন্তু ভক্তদের সেই আশায় বালি ঢেলে দিলেন অভিনেত্রী নিজেই।

Advertisements

সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস বলেন, প্রথম বিয়েটা আমি ভেবে করিনি। তবে দ্বিতীয় বিয়ের কোনো সিদ্ধান্ত ভেবে নিতে চাই।তিনি আরও বলেন, যখন কোনো মেয়ে ভাবে সে আবার বিয়ে করবে এবং তার একটি সন্তান রয়েছে— এমন অবস্থায় ওই মেয়েটা হয়তো সুখী হবে, সে একজন নতুন জীবনসঙ্গী পাবে, কিন্তু তার সন্তান অন্য একজন মানুষকে পাবে, যে তার বাবা নয় বা যার সঙ্গে তার কোনো রক্তের সম্পর্ক নেই। ফলে সে কিন্তু সুখী হবে না। সুতরাং এমন পদক্ষেপ নিলে হয়তো আমি সুখী হবো, কিন্তু আমার সন্তান কখনোই সুখী হবে না।আমার জীবনে আমি সবসময় সন্তানের সুখকেই বেশি প্রাধান্য দেব।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও নায়িকা অপু বিশ্বাস দীর্ঘদিন প্রেমের পর ২০০৮ সালে গোপনে বিয়ে করেন। প্রায় ৮ বছর সংসারের পর ২০১৬ সালে কলকাতায় প্রথম সন্তানের জন্ম দেন অপু। বিষয়টি প্রথমে গোপন থাকলেও পরের বছরই ছেলেকে নিয়ে টিভি চ্যানেলে হাজির হন এ নায়িকা। জানান, শাকিব খানের সঙ্গে তার বিয়ে ও সংসারের কথা।

এর পরেই চিড় ধরে শাকিব ও অপুর সংসারে। নানা নাটকীয়তার পরে ২০১৮ সালে বিচ্ছেদের পথে হাঁটে এ তারকা দম্পতি। অন্যদিকে প্রথম সংসার ভাঙনের পর ফের বিয়ে করেন শাকিব খান। ২০১৮ সালেই অভিনেত্রী বুবলীর গলায় মালা দেন তিনি।কিন্তু দ্বিতীয় সংসারও সুখের হয়নি শাকিবের। কয়েক বছরের মধ্যেই বুবলীর থেকে আলাদা থাকতে শুরু করেন তিনি।