Sayantika Banerjee: ঢাকার হোটেল সায়ন্তিকার সাথে কী ঘটেছিল বিস্ফোরক অভিনেতা জায়েদ

sayantika

টলিউডের সায়ন্তিকা ঢাকায় শুটিং করতে গিয়ে কাজ শেষ না করেই কলকাতায় ফিরেছেন। সায়ন্তিকাকে কলা খাইয়ে রাখা হয়েছিল। এমনই জানালেন ঢাকার অভিনেতা জায়েদ খান। নিজের সাথে সায়ন্তিকার সম্পর্ক নিয়ে মুখ খুললেন তিনি। জায়েদ বলেন টলিউডের অভিনেত্রী সায়ন্তিকা আমার বন্ধু। সে ও আমি একসাথে ছিলাম। যেভাবে লেখা হচ্ছে দুজনে একসাথে হোটেলের ঘরে ছিলাম তার ব্যাখ্যা ঠিক না। তবে সায়ন্তিকা আমার সাথে ছিল। ঢালিউডের অভিনেতা জায়েদ খান ঢাকায় সাংবাদিকদের আরও জানান, তিনি ও সায়ন্তিকা কী আসলে করেছিলেন।

জায়েদ খান বলেছেন, সায়ন্তিকার জন্য ছবির প্রযোজকের তরফে সকালের নাস্তা (জলখাবার) দেওয়া হয়েছিল একটা কলা আর একটা প্যাকেট বিস্কিট। একই খাবার আমাকেও দেওয়া হয়েছিল। এটা দেখে আমি সায়ন্তিকার সাথে হোটেলের ঘরে চলে আসি। আমি নিজের টাকায় খাবার আনাই। সেই খাবার দুজনে খাই।

   

ঢালিউডের ছবি ‘ছায়াবাজ’-এ অভিনেত্রী হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন টলিউডের সায়ন্তিকা ব্যানার্জী। তিনি শুটিং শেষ না করেই কেন কলকাতায় ফিরে এসেছেন তা নিয়ে বাংলাদেশের চলচ্চিত্র মহল ও টলিউড সরগরম। সায়ন্তিকার বিরুদ্ধে সিনেমায় ব্যবহার করার জন্য পোশাক ফেরত না দেওয়ার অভিযোগ উঠেছে। একইসাথে ঢালিউড সরগরম সায়ন্তিকার সাথে হোটেলের বন্ধ কামরায় জায়েদ খানের উপস্থিতি নিয়ে। তবে জায়েদের দাবি, তাঁকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে। সাংবাদিকদের সামনে তিনি জোর দিয়ে সায়ন্তিকার কলা খাওয়ার প্রসঙ্গ তুলেছেন

‘ছায়াবাজ’ সিনেমার শুটিং করতে ঢাকায় গিয়েছিলেন সায়ন্তিকা। মঙ্গলবার পর্যন্ত শুটিং করার কথা ছিল। সায়ন্তিকা শুটিং শেষ না করেই কলকাতায় চলে আসেন তিনি। এর পর বিতর্ক ছড়ায়। ঢাকার হোটেল রুমে চার ঘণ্টা কী করেছিলেন জায়েদ-সায়ন্তিকা? এমন প্রশ্ন তুলেছেন ছবির প্রযোজক মনিরুল ইসলাম। আর জায়েদ খান এই অভিযোগকে ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে দাবি করেছেন।

প্রযোজকের  অভিযোগ, শুটিং করার সময় ড্রেস পরিবর্তন করার জন্য দুপুর ২টায় হোটেলে যান নায়ক-নায়িকা। ফিরে আসেন সন্ধ্যা ৬টায়। ড্রেস চেঞ্জ করতে চার ঘণ্টা সময় লাগে, এমনটা কখনো দেখিনি। এছাড়া যেদিন আমরা শুটিং প্যাকআপ করে পুরো ইউনিট নিয়ে চলে আসি, সেদিন নায়ক-নায়িকা হোটেলেই থেকে যান। ওই দিন তারা সেখানে কী করছিলেন? এর পরেই জায়েদ খান জানালেন তিনি ও সায়ন্তিকা হোটেলের ঘরে কী করছিলেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন