শুটিং শেষ ‘বহুরূপীর’!সেট থেকে ছবি পোস্ট করলেন ঋতাভরী

এই পুজোয় মুক্তি পেতে চলেছে বহুরূপী। এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন ঋতাভরী মুখোপাধ্যায় এবং আবীর চট্টোপাধ্যায়। এই ছবিটি পুজোর সময়ে মুক্তি পেতে চলেছে। এই ছবি…

ritabhari chakraborty

এই পুজোয় মুক্তি পেতে চলেছে বহুরূপী। এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন ঋতাভরী মুখোপাধ্যায় এবং আবীর চট্টোপাধ্যায়। এই ছবিটি পুজোর সময়ে মুক্তি পেতে চলেছে। এই ছবি থ্রিলারধর্মী। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন, কৌশানী মুখোপাধ্যায়। আশা করা যাচ্ছে পুজোর সময়ে এই ছবি বাংলার বড় পর্দায় ঝড় তুলতে পারে। ‘রক্তবীজ’এর পরে ফের আবির চট্টোপাধ্যায় -কে নিয়ে পুজোর ছবি পরিকল্পনা করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় ।

Advertisements

পরিচালনার পাশাপাশি, এই ছবিতে অভিনেতা হিসেবেও পাওয়া যাবে শিবপ্রসাদকে। সত্যঘটনা নির্ভর এই ছবির প্রেক্ষাপট ১৯৯৮ থেকে ২০০৫ সাল পর্যন্ত। তৎকালীন সমাজে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনার ওপর কেন্দ্র করেই এই ছবির চিত্রনাট্য তৈরি হয়েছে।

   

শিবপ্রসাদ জানিয়েছেন, শুধু সিনেমা নয়, তৈরি করা হচ্ছে একটি তথ্যচিত্রও। যাঁরা এই সমস্ত ঘটনার সাক্ষী, তাঁরা এখনও জীবিত। অনেকেই সশরীরে জবানবন্দী দিয়েছেন, সাহায্য করেছেন ছবির চিত্রনাট্য নির্মাণে। সেই সমস্ত মুহূর্তকেও ফ্রেমবন্দি করে রাখা হয়েছে তথ্যচিত্রের জন্য।