Bade Miyan Chhote Miyan: অমিতাভ বচ্চন ও গোবিন্দ অভিনীত ছবি ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ বক্স অফিসে আলোড়ন সৃষ্টি করেছিল। 12 কোটি রুপি বাজেটে তৈরি এই ছবিটি সেই সময়ে দাঁড়িয়ে 35 কোটির বেশি আয় করেছে। মানে একভাবে আয় তিনগুণ ছিল। একই সময়ে, এই দুই অভিনেতার জুটিকে প্রথম দেখা গিয়েছিল 1991 সালে ‘হাম’ ছবিতে। আর সাত বছর পর আবারও দর্শকদের মাঝে দেখা গেল দুজনকে। তাদের দেখার জন্য থিয়েটারগুলো ছিল জমজমাট।
এটি ছিল মাধুরী দীক্ষিত এবং অমিতাভ বচ্চনের প্রথম ছবি। এর আগে বা পরে কোনো ছবিতে একসঙ্গে স্ক্রিন শেয়ার করেননি দুইজনই। যদিও এই সিনেমায় ক্যামিও ছিলেন ধক ধক গার্ল। বিগ বি এবং ধাক ধাক গার্লকে শুধুমাত্র কিছু সেকেন্ডের জন্যই একসঙ্গে দেখা গিয়েছিল। তারপর এই সুযোগ আর পর্দায় আসেনি।
সেই কারণে গোবিন্দকে হুমকি দেওয়া হয়েছিল
‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ ছবিতে অমিতাভ বচ্চন ও গোবিন্দ দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। 1992 সালে মুক্তিপ্রাপ্ত ‘খুদা গাওয়াহ’-এর পর এটিই অভিনেতার সুপারহিট ছবি। এর আগে গত পাঁচ বছরে তিনি চলচ্চিত্রে কণ্ঠ দিয়েছেন। কিংবা ছোট ছোট চরিত্রে অভিনয় করেছেন। এমন পরিস্থিতিতে, এটি তার ক্যারিয়ারের জন্য একটি দুর্দান্ত প্রত্যাবর্তন ছিল। আর সেই কারণেই অমিতাভের সঙ্গে কাজ করার জন্য গোবিন্দাকেও হুমকি দেওয়া হয়েছিল বলে শোনা গিয়েছিল। কারণ সিনেমা হিট হলে সব কৃতিত্ব তিনিই নেবেন এমনটাই ভেবে বসেছিলেন অনেকেই। কিন্তু গোবিন্দ এমন খবরকে গুরুত্ব দেননি।
এতদিন এই ছবির নাম ধরেই আরও একটি ছবি রিলিজ করতে চলেছে বক্স অফিসে। অক্ষয় কুমার ও টাইগার শ্রফ অভিনীত ওই ছবিরও নাম ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’। পর পর ফ্লপের পর এবার কি আগামী 10 এপ্রিল থেকে বক্স অফিস কাঁপাতে পারবেন অক্ষয় টাইগাররা। সেটাই দেখা যাবে আগামীতে।