HomeEntertainment'বর্ডার ২' থেকে সরে দাঁড়ালেন আয়ুষ্মান, নেপথ্যে কী কারণ ?

‘বর্ডার ২’ থেকে সরে দাঁড়ালেন আয়ুষ্মান, নেপথ্যে কী কারণ ?

- Advertisement -

আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana) সানি দেওলের সঙ্গে ‘বর্ডার ২’-এ (Border 2) অভিনয় করবেন বলে শোনা যাচ্ছিল। শোনা যাচ্ছে যে অভিনেতা ছবিটি থেকে সরে দাঁড়িয়েছেন। ১৯৯৭ সালে ‘বর্ডার’ মুক্তির ২৭ বছর পর ছবিটির সিক্যুয়াল ঘোষণা করা হয়। ঠিক যখন ভক্তরা ‘বর্ডার ২’-এর কাস্টিং সম্পর্কে আপডেটের জন্য অপেক্ষা করছিলেন, তখনই আয়ুষ্মান খুরানা, যিনি চলচ্চিত্রে একটি মুখ্য ভূমিকায় অভিনয় করবেন বলে শোনা যাচ্ছিল, ছবিটি থেকে সরে দাঁড়িয়েছেন বলে শোনা যাচ্ছে।

সূত্র মারফত জানা যাচ্ছে যে এই ছবিতে একজন সেনার চরিত্রে অভিনয় করার কথা ছিল আয়ুষ্মানের। তিনি নিজেও এই ছবিতে কাজ করার ইচ্ছেপ্রকাশ করেছেন বলে জানায় সূত্রটি। তবে সানি দেওলের মতো বড় তারকা থাকায় তাঁর অভিনয়ের কতটা পরিসর থাকবে, সেই নিয়ে সংশয় প্রকাশ করেছেন অভিনেতা। একটি প্রতিবেদনে বলা হয়েছে যে পাঞ্জাবি গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জও থাকছেন ছবিটিতে । এখনও চূড়ান্ত না হলেও নির্মাতারা দিলজিতের সঙ্গে যোগাযোগ করেছেন। দিলজিৎ এবং সানিকে একসঙ্গে পর্দায় থাকলে লাভি হবে কারণ, উত্তর ভারতে তাদের শক্তিশালী ফ্যানবাসে রয়েছে।

   

কীভাবে ‘মিসেস দিলীপ কুমার’ হয়ে ওঠেন সায়েরা বানু? কাহিনী শোনালেন অভিনেত্রী

‘বর্ডার ২’ নির্মাতারা ছবিটির মুক্তির তারিখ ঘোষণা করেছেন। সানি দেওল অভিনীত ছবিটি মুক্তি পাবে ২৩ জানুয়ারী, ২০২৬ সালে। ২০২৪ সালের ১৩ জুন, ‘বর্ডার’ ছবির ২৭ বছর পূর্তিতে ছবিটির মুক্তির তারিখ ঘোষণা করেছিলেন নির্মাতারা। ঘোষণা ভিডিওতে সানিকে বল শোনা যায়, “সাতাশ বছর আগে, একজন সৈনিক প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি ফিরে আসবেন। সেই প্রতিশ্রুতি পূরণ করতে, ভারতের মাটিকে কুর্নিশ জানতে আসছেন তিনি। “

ঘোষণার ভিডিওতে ‘বর্ডার ২’কে “ভারতের সবচেয়ে বড় যুদ্ধের চলচ্চিত্র” হিসেবে বর্ণনা করা হয়। রূপকুমার রাঠোড এবং সোনু নিগমের চার্টবাস্টার ‘সন্দেসে আতে হ্যায়’ চলতে থাকে ব্যাকগ্রউন্ডে। অনুরাগ সিং পরিচালিত ছবিটি প্রযোজনা করবেন জেপি দত্ত, নিধি দত্ত এবং ভূষণ কুমার। এর আগে তিনি ‘দিল বোলে হাদিপ্পা’, ‘জাট অ্যান্ড জুলিয়েট’, ‘পাঞ্জাব ১৯৮৪’, ‘কেশরি’-এর মতো ছবি পরিচালনা করেছেন।

‘বর্ডার ২’ টিমের ঘনিষ্ঠ একটি সূত্র মারফত জানা যাচ্ছে যে যে ছবিটির টিম ২০২৪ সালের অক্টোবর থেকে শুটিং শুরু করতে ইচ্ছুক। এই ছবির টিম সময় নিয়ে কাজ করছেন কারণ তাঁরা চেয়েছেন ছবির মাত্রার সঙ্গে সুবিচার হোক। এখন প্রস্তুতি প্রায় শেষ, ছবির শুটিং শুরু করবে অক্টোবরে। ছবিতে আর করা করা থাকছেন, সেই বিষয়ে কোনও ঘোষণা করেননি নির্মাতারা।

প্রসঙ্গত, এই বছরের শেষে, বা সামনের বছরের শুরুতেই শুরু হতে পারে সৌরভ গাঙ্গুলির বায়োপিকের শুটিং। ‘বর্ডার ২’ এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে অক্টবরে। ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন আয়ুষ্মান। এই ছবি পরিচালনা করেছেন বিক্রমাদিত্য মোতওয়ানে এবং প্রযোজনা করছেন লাভ রঞ্জন এবং অঙ্কুর গার্গ। শুটিংয়ের ডেট ক্লাস করার কারণেই কী সরে দাঁড়ালেন আয়ুষ্মান? ঘনাচ্ছে রহস্য।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular