Asha Parekh: দাদাসাহেব ফালকে সম্মানে ভূষিত আশা পারেখ

অভিনেত্রী আশা পারেখকে (Asha Parekh) চলচ্চিত্রে অবদানের জন্য ২০২০সালের দাদাসাহেব ফালকে (Dadasaheb Phalke Award) পুরস্কারে পুরস্কৃত করা হচ্ছে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর…

Asha Parekh to be honoured with Dadasaheb Phalke Award

short-samachar

অভিনেত্রী আশা পারেখকে (Asha Parekh) চলচ্চিত্রে অবদানের জন্য ২০২০সালের দাদাসাহেব ফালকে (Dadasaheb Phalke Award) পুরস্কারে পুরস্কৃত করা হচ্ছে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর দিলেন বার্তা।

   

হিন্দি ছবির জনপ্রিয় নায়িকা এখন প্রবীণ। তিনি ষাট, সত্তর দশকে তুমুল আলোচিত। কাটি পতঙ্গ,তিসরি মঞ্জিল, উপকার সহ একাধিক সুপার হিট ছবির নায়িকা তিনি।

১৯৯২ সালে অভিনেত্রী পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন আশা পারেখ। এবার তাঁর ঝুলিতে ভারতীয় চলচ্চিত্রের সর্বশ্রেষ্ঠ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কার।