নব্বইয়ে এসে ফের বাংলা সিনেমায় গাইবেন আশা ভোঁসলে

ভারতীয় সঙ্গীতের জগতের এক অনন্য নক্ষত্র হলেন আশা ভোঁসলে (Asha Bhosle)। চলচ্চিত্র দুনিয়াকে গানের পর গান উপহার দিয়েছেন তিনি। যদিও দীর্ঘদিন হল সেই গানের গলা…

নব্বইয়ে এসে ফের বাংলা সিনেমায় গাইবেন আশা ভোঁসলে

ভারতীয় সঙ্গীতের জগতের এক অনন্য নক্ষত্র হলেন আশা ভোঁসলে (Asha Bhosle)। চলচ্চিত্র দুনিয়াকে গানের পর গান উপহার দিয়েছেন তিনি। যদিও দীর্ঘদিন হল সেই গানের গলা আর শোনা যায় না। তাঁর গান শোনার জন্য মুখিয়ে থাকেন দর্শকরা। বহুদিন আগেই এই কিংবদন্তি জানিয়ে দিয়েছিলেন যে তিনি আর গান গাইবেন না। এমনকি সম্প্রতি দিদি তথা ভারতীয় চলচ্চিত্র দুনিয়ার শুয়ে সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে হারিয়ে শোকে মুহ্যমান হয়ে গেছিলেন তিনি। তবে অবশেষে সেই অপেক্ষার দিন শেষ হতে চলেছে। ফের একবার গান শোনা যাবে এই কিংবদন্তির।

Advertisements

নব্বইয়ে এসে ফের বাংলা সিনেমায় গাইবেন আশা ভোঁসলে

   

আর সেই অসাধ্য সাধনের কাজ করেছেন বিখ্যাত সঙ্গীত পরিচালক মনোজিত গোস্বামী। জানা গিয়েছে, গানের জগতে বিখ্যাত গায়ক কিশোর কুমারের অপ্রকাশিত সংলাপ ও বিখ্যাত গায়িকা আশাজীর গান ‘তুই কি আমাকে কাছে চাস’ ও ‘ভাবিনি কখনও এমন হবে’ বের হতে চলেছে খুব শীঘ্রই।

শুধু তাই নয়, আশাজীর সঙ্গে ডুয়েট করেছেন বিখ্যাত গায়ক শান ও গৌতম ঘোষ। জানা গেছে, হার্টবিট ছবির দ্বিতীয় অংশে আশা ভোঁসলে ও গৌতম ঘোষের গান শোনা যাবে। কামব্যাক ইস্যুতে কিংবদন্তি কিছুটা আবেগপ্রবণ হয়েছেন। সেইসঙ্গে জানিয়েছেন, এই গান দুটি গেয়ে তাঁর স্বামী বিখ্যাত
সুরকার আর. ডি বর্মনের কথা বারংবার মনে পড়েছে।

এ বিষয়ে সঙ্গীত পরিচালক মনোজিত গোস্বামী জানান, ‘আশাজী এখন আর গান গাইতে চান না। তবে আমার সঙ্গে তাঁর এমনই ভালো সম্পর্ক যার কারণে আমার অনুরোধ অস্বীকার করতে পারেননি আশাজী।’

Advertisements