Aryan Khan: বলিউডে অভিষেকের পাশাপাশি নিজের পোশাকের ব্র্যান্ড লঞ্চ করল বাদশা-পুত্র

বলিউডের বাদশা পুত্র আরিয়ান (Aryan Khan) এবার বিনোদন জগতে প্রবেশ করলেন। অভিনেতা হিসেবে নয়, পরিচালক হিসেবে পা রাখলেন আরিয়ান।

Aryan Khan's clothing brand launches as he makes Bollywood debut

বলিউডের বাদশা পুত্র আরিয়ান (Aryan Khan) এবার বিনোদন জগতে প্রবেশ করলেন। অভিনেতা হিসেবে নয়, পরিচালক হিসেবে পা রাখলেন আরিয়ান। কারণ তিনি শাহরুখ খানের পুত্র বলে ছোটবেলা থেকে প্রচারের আলো পড়েছে তার ওপর। তিনি পেশা হিসেবে কি বেছে নেবেন তা নিয়ে কৌতূহল ছিল অনুরাগীদের।

তবে আরিয়ান খান অভিনয়কে বেছে নেননি, হয়েছেন পরিচালক। এক সাক্ষাত্‍কারে আরিয়ান জানায়, তিনি ছোট থেকেই চাইতেন পরিচালক হতে। সেই মতো চিত্রনাট্য নিয়ে তিনি তার প্রথম কাজ শুরুও করে দিয়েছেন।

তবে শুধু চিত্রনাট্য নিয়েই থেমে থাকেননি শাহরুখ পুত্র। তার চিত্রনাট্য নিয়ে কাজ করার আগেই নিজের পোশাকের ব্র্যান্ডও লঞ্চ করেছেন আরিয়ান খান। তাই এই ব্র্যান্ডের নাম ‘ডি’ইয়াভল এক্স’।

Advertisements

এই ব্র্যান্ডে সমস্ত ‘লাক্সারি স্ট্রিটওয়্যার’ পাওয়া যাবে। নেটনাগরিকরা বলছে ”এই পোশাকের ব্র্যান্ড ধনীদের জন্যও নয়। এই পোশাক কিনে পরবেন একমাত্র তাঁরাই, যাঁরা পোশাক পরেন শুধু মাত্র তার ব্র্যান্ড ও দাম দেখানোর জন্য।”

ইতিমধ্যে ৩০ সে এপ্রিল সেই ব্র্যান্ডের পোশাক প্রকাশ্যে এসেছে। তবে সেই পোশাকের দাম শুনলে আঁতকে উঠবে সমস্ত সাধারণ মানুষ। যা কোন সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। ওই ব্র্যান্ডের একটি জ্যাকেটের দাম প্রায় দুই লক্ষ টাকা। এবং একটি টি-শার্ট এর দাম ২০ হাজারের বেশি।