Arjun-Malaika: বাগদান নাকি অন্যকিছু নিজেই রহস্য ফাঁস করলেন মিস আরোরা

এবার বোধহয় সম্পর্ক স্বীকৃতি পেতে চলেছে। গত কয়েক বছর ধরে বলিউড সিনেমা জগতে সবথেকে সমালোচিত প্রেমের জুটি বলতে যে জুটিকে ইঙ্গিত করা হয় তা হল অর্জুন কাপুর(Arjun Kapoor) ও মালাইকা আরোরার(Malaika Arora) প্রেমের সম্পর্ক। অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় গিয়ে তার “আমি হ্যাঁ বলেছি” পোস্টটি করে কার্যত নেটিজেনদের মধ্যে নানা ধরনের গুজব শুরু হয়ে গেছে। 

https://www.instagram.com/p/CkxWUGLvcg6/?igshid=MDJmNzVkMjY=

   

কোনো কোনো সমালোচকেরা মনে করছেন অভিনেত্রী ও অভিনেতা অর্জনের বাগদানের সময় চলে এসেছে। কিন্তু পরবর্তীকালে জানা গিয়েছে অভিনেত্রী মালাইকা আবারো একটি নতুন পোস্ট শেয়ার করে বলেছেন, ” আমি একটি নতুন রিয়েলিটি শো এর জন্য ডিজনি প্লাস হটস্টারকে হ্যাঁ বলেছি যেখানে আপনি আমাকে ব্যক্তিগত এবং ঘনিষ্ঠভাবে পাবেন, যেমন আগে কখনও হয়নি। হম, দাঁড়াও তুমি কি ভেবেছিলে আমি কিসের কথা বলছি?”। 

প্রাথমিকভাবে মালাইকার স্বামী ছিল সালমান খানের ভাই আরবাজ খান। অভিনেত্রী সাথে আর ওয়াজের বিবাহ বিচ্ছেদ হওয়ার পর থেকেই মালাইকার সাথে অর্জুন কাপুরের প্রেমের গুঞ্জন শুনতে পাওয়া যায়। এমনকি অনেকেই এও মনে করেন যে, আরবাজের দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির আগমনের কারণে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন