আচমকা অগস্ট মাসের সমস্ত কনসার্ট বাতিল করলেন গায়ক অরিজিৎ সিং। তিনি সমাজমাধ্যমে পোস্ট করে জানিয়েছেন যে, তিনি অসুস্থ। তাই এই মাসের সমস্ত কনসার্ট বাতিল করেছেন। শুধু তাই নয়, তাঁর ভক্তদের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন তিনি। কিন্তু হঠাৎ কী হল তাঁর? এই মুহূর্তের সবচেয়ে জনপ্রিয় সঙ্গীত শিল্পীর অসুস্থ হওয়ার খবর চাউর হতেই শুরু ভক্তদের মধ্যে শুরু হয়েছে জল্পনা।
Dev Adhikari: দেবের অনুরাগীদের জন্য সুখবর, হইচইতে প্রথমবার মুক্তি পাচ্ছে ব্লকবাস্টার এই ছবি!
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে অরিজিৎ সিং জানিয়েছেন, তাঁর শরীরটা বিশেষ ভালো যাচ্ছে না। চিকিৎসা চলছে। তাই বাধ্য হয়েই আগে থেকে ঠিক করে রাখা এই মাসের সমস্ত শো বাতিল করতে হচ্ছে তাঁকে। সেই সঙ্গে অনুরাগীদের কাছে ক্ষমা চেয়ে অরিজিৎ লিখেছেন, ‘সকলকে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, অসুস্থতার কারণে আগস্টের সমস্ত শো পিছিয়ে দিতে হচ্ছে আমাকে। আমি জানি, আপনারা সবাই এই শো’গুলোর জন্য ভীষণ ভাবে অপেক্ষা রয়েছেন। কিন্তু আমি অন্তর থেকে ক্ষমা চাইছি এটার জন্য। আপনাদের এই এত ভালোবাসা এবং সমর্থনই কিন্তু আমার একমাত্র শক্তি।’
View this post on Instagram
তবে তাঁর কী হয়েছে? এই বিষয়ে তিনি বিশেষ কিছু খোলসা করেনি। তবে তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, ক্রমাগত শো’এর ধকলে তিনি ক্লান্ত। নিজের অসুস্থতার খবরের পাশাপাশি সেপ্টেম্বর মাসে কনসার্টের নতুন ডেটও জানিয়ে দিয়েছেন গায়ক। প্রসঙ্গত অরিজিৎ সিং দেশের এক নম্বর গায়ক। তাঁর গানে বুঁদ আট থেকে আশি। নতুন প্রজন্মের প্রেম থেকে ব্রেকআপ, সব মুহূর্তের সঙ্গেই জড়িয়েই অরিজিতের গান।