Arijit Singh: দোল মানেই রঙের খেলা। রঙের হাত ধরে মনের সঙ্গে মনের মিলন। সেই একই পথে হাঁটলেন অরিজিৎ সিংও। বাহারি আবির গায়ে মেখে কচিকাঁচাদের সঙ্গে রং মাখলেন খুব। বললেন, ‘রং লাগাও তবে।’ আসলে রঙের উৎসব খুব প্রিয় অরিজিৎ-এর। তাই তো দোলের দিন নিজের প্রিয় স্কুটি চড়ে সাদা কুর্তা পাজামা পরে জিয়াগঞ্জের রাস্তায় বেরিয়ে পরেছিলেন গায়ক।
এরপরই প্রিয় সোমুকে (তাঁর ডাক নাম) দেখে পাড়ার কচিকাঁচা, পাড়া-প্রতিবেশিরা ছেঁকে ধরেন তাঁকে। আবদার মাত্র দুটো। রং লাগাবেন আর সেলফি তুললেন। অরিজিৎ যদিও সেলফিতে রাজি হলেন না। কড়াভাবে জানালেন, ‘না, সেলফি নয়’। এরপর সেলফি না তুলেই ছোটরা রং লাগালেন তাঁকে। এক কিশোরিও অরিজিতের গালে আবির ছোঁয়ালেন।
প্রসঙ্গত, গতকাল রঙে ভেসেছে গোটা দেশ। বিদেশেও পালিত হয়েছে। পিছিয়ে ছিলেন না তারকারাও। টলিউড থেকে বলিউড, জমিয়ে খেলেছে দোল। ‘মাটির মানুষ’ অরিজিৎ সিংও ছিলেন সেই তালিকায়। দেশের এক নম্বর প্লেব্যাক সিঙ্গার অরিজিৎ পাড়ার মানুষদেরই নিজের আনন্দের জন্য বেছে নিলেন। বলিউডের ঝাঁ চকচকে হোলি পার্টি তাঁর জন্য নয়। অরিজিতের হিট সং বাজলেও তিনি থাকেন না সেখানে। অরিজিৎ সিং-এর কাছে দোলই আপন।তাই এবার জিয়াগঞ্জে নিজের প্রিয়জনেদের সঙ্গেই তারকার রং খেলার মুহূর্ত ভাইরাল হয়েছে। দেখুন এখানে।
এছাড়াও স্ত্রী কোয়েলের সঙ্গে জুটি বেঁধে একটি মিউজিক লেবেল লঞ্চ করেছেন অরিজিৎ। ট্যালেন্টেড কচিকাঁচাদের নিজেদের প্রমাণ করার সুযোগ করে দেওয়ার তাল। সেই ভিডিয়োও ভাইরাল এখন।
View this post on Instagram