গুঞ্জনই কী তাহলে সত্যি; বাস্তবে কি গাঁটছড়া বাঁধবে সিড-কিয়ারা

কিয়ারা আডবানি নামটা শুনলেই চোখের সামনে মলিন হাসির মুখ ভেসে ওঠে। আর বলিউড জগতে আজকাল কান পাতলেই শোনা যাচ্ছে অভিনেত্রী, কিয়ারা আডবানি এবং অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রের নামে জোর গুঞ্জন। প্রায়শই এই জুটিকে একসাথে দেখতে পাওয়া যায়। 

কিয়ারার অভিনয় যাত্রা শুরু হয় ২০১৪সালে হিন্দি সমাহার কমেডি সিনেমা ফুগলা দিয়ে। এর দুবছর পর অভিনেত্রীকে দেখতে পাওয়া যায় সুশান্ত সিং অভিনীত ‘এম এস ধোনি:- দ্য আনটোল্ড স্টোরি’ মুখ্য চরিত্রে। এরপর আবার অভিনেত্রী সকলের নজর কাড়েন ‘কবীর সিং’ সিনেমার মাধ্যমে। সমালোচকদের অনুমান এই অভিনেতা-অভিনেত্রী একে অপরের সাথে প্রেম বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছেন, যদিও একথা তারা স্বীকার করেন না।

   

আশা করা যায়, ‘শেরসাহ’ সিনেমার পর থেকেই সিদ্ধার্থ ও কিয়ারার মাঝে প্রেমের সম্পর্ক শুরু হয়। সাম্প্রতিককালে হয়ে যাওয়া ‘কফি উইথ করণ সিজন ৭’-এ অভিনেত্রী বলেন যে, “তারা কাছাকাছি বন্ধুত্বের থেকেও বেশী”। এই শোয়ে কিয়ারার সাথে অভিনেতা শাহিদ উপস্থিত থাকায় অভিনেত্রীকে রাগানোর জন্য বলেন, “আসছে বছর বড়ো ধরনের ঘোষণা আসতে চলেছে, সেটা কোনো সিনেমার ঘোষণা নয়।” এই উক্তির দ্বারা অভিনেতা শাহিদ কিয়ারা ও সিদ্ধার্থ-এর বিয়ের কথা ইঙ্গিত করতে চেয়েছেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন