অনুমানই কি বাস্তবে তাহলে সত্যি হতে চলেছে দর্শকদের কাছে

rashmika mandanna

টলিউড জগতে তেলেগু অভিনেত্রী রেশ্মিকা মন্দনা ‘ গুডবাই’ সিনেমার মাধ্যমে অভিষেক ঘটান। ইতিমধ্যেই তেলেগু অভিনেত্রী বেশি বাহবা কুড়াচ্ছেন দর্শকমহল থেকে। কিন্তু বেশ কিছুদিন যাবৎ এই অভিনেত্রীকে নিয়ে অন্য এক তেলেগু অভিনেতা বিজয় দেবারকন্ডাকে জড়িয়ে নানান গুঞ্জন শুনতে পাওয়া যাচ্ছে। ভাগ্যক্রমে তাদেরকে আবার এয়ারপোর্টে একসাথে দেখা গিয়েছে। 

Advertisements

অভিনেত্রী রেস্মিকা বর্তমানে একটি সাক্ষাৎকারে বলেছেন যে, ” আমরা বুঝতে পারি যে আমরা অভিনেতা এবং আমাদের ওপরে সর্বদা আলো রয়েছে। লোকেরা এটি সম্পর্কে আরো জানতে চাই। আমি সোশ্যাল মিডিয়ায় কি ঘটছে তা দেখি, যেমন কয়েকটি ভিডিও দেখিয়েছি এবং আমারটা খুব সুন্দর বলে মনে হয়েছে। কিন্তু এইসব নিয়ে বিজয় ও আমি সত্যি আলোচনা করি না। আমাদের ১৫ জনের একটি দল আছে এবং একটি সুযোগ দেওয়া হলে আমরা তাদের সাথে বোর্ড গেম খেলব। আমরা অভিনেতা কিন্তু আমাদের জন্য সব বন্ধুরা সমান গুরুত্বপূর্ণ। ” এই বন্ধুত্বের কথা মাথায় রেখে অভিনেত্রী এও বলেছেন যে, ” বিজয় আমার সত্যিই খুব কাছের”।

Advertisements