কান চলচ্চিত্র উৎসবে ভারতের অবদানে খুশি নন অনুরাগ কাশ্যপ, উগরে দিলেন ক্ষোভ

   সম্প্রতি অনুষ্ঠিত হয় ৭৭তম কান চলচ্চিত্র উৎসব (77th Cannes Film Festival)। এই উৎসবের রেড কার্পেটে দেখা যায় বলিউড তারকাদের । এখানে পুরস্কৃত হয়েছেন ভারতীয়…

Anurag Kashyap
  

সম্প্রতি অনুষ্ঠিত হয় ৭৭তম কান চলচ্চিত্র উৎসব (77th Cannes Film Festival)। এই উৎসবের রেড কার্পেটে দেখা যায় বলিউড তারকাদের । এখানে পুরস্কৃত হয়েছেন ভারতীয় পরিচালক থেকে শুরু করে অভিনেত্রীরা। প্রথম ভারতীয় পরিচালক হিসেবে ‘অল উই ইমাজিন অ্যাজ় লাইট’ (All We Imagine as Light) ছবির জন্য গ্রাঁ প্রি’ পুরস্কার জিতেছেন পায়েল কাপাডিয়া (Payal Kapadia)। ‘শেমলেস’ (Shameless) ছবির জন্য ‘আন সার্টেন রিগার্ড’ বিভাগে সেরা অভিনেত্রীর শিরোপা পেয়েছেন কলকাতার অনসূয়া সেনগুপ্ত (Anusuya Sengupta)। এরই পাশাপাশি সেরা তথ্যচিত্রের পুরস্কার পেয়েছেন চিদানন্দ এস নায়েক । তবে ভারতের এই কৃতিত্বে খুশি নন পরিচালক অনুরাগ কাশ্যপ (Anurag Kashyap)।

একটি সাক্ষাৎকারে ‘ ইন্ডিয়া অ্যাট কানস’ (India At Cannes) প্রসঙ্গে ক্ষোভ উগরে পরিচালক সবার দৃষ্টি আকর্ষণ করে বলেছেন যে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘ভারতীয়’ বলে যে সব ছবি পুরস্কৃত হচ্ছে, তার অধিকাংশই অন্যান্য দেশের সহ-প্রযোজনায় তৈরি। তিনি যোগ করেছেন যে শুধুমাত্র সেই ছবিরগুলির সঙ্গে ভারতীয় অভিনেতা বা কলাকুশলীদের নাম জড়িয়ে থাকলেই, তাদের ভারতীয় বলা যায় না। এরই সঙ্গে তিনি অভিযোগ করেন যে ভারত এর ইন্ডিপেন্ডেন্ট পরিচালকরা এই ধরণের ছবি বানালে দেশে এই নিয়ে কোনও আলোচনা হয় না। এমনকি এই ধরণের ভারতীয় ছবিগুলিকে প্রেক্ষাগৃহে মুক্তির জন্যেও কোনও ব্যবস্থা করা হয় না।

   

নিজের বক্তব্যের সমর্থনে শৌনক সেনের (Soumik Sen) ‘অল দ্যাট ব্রিদস’ (All That Breathes) তথ্যচিত্রটির কথা মনে করিয়ে দিয়েছেন অনুরাগ। ২০২২ সালে কান চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হওয়া সত্ত্বেও ছবিটিকে প্রেক্ষাগৃহের পরিবর্তে ওটিটিতে রিলিজ় দেওয়া হয় বলে মনে করান ‘গ্যাংস অফ ওয়াসেপুর’ খ্যাত পরিচালক।এরই সঙ্গে কান চলচিত্র উৎসবের রেড কার্পেটে ভারতীয় তারকাদের উপস্থিতি নিয়েও কটাক্ষ করেন তিনি। তার এই মন্তব্যকে সমর্থন করেছেন সমাজমাধ্যমের একটি অংশ।