তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, চেনেন এই বিখ্যাত গায়ককে?

এই মুহূর্তে অনুপম রায় (Anupam Roy) টলিউডের প্রথম সারির গায়কদের মধ্যে একজন। তবে অনেকেই হয়তো জানেন না যে এই গায়ক যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ছাত্র।…

Anupam Roy

এই মুহূর্তে অনুপম রায় (Anupam Roy) টলিউডের প্রথম সারির গায়কদের মধ্যে একজন। তবে অনেকেই হয়তো জানেন না যে এই গায়ক যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ছাত্র। এবার তাঁর বিশ্ববিদ্যালয়র দিনগুলি স্মরণ করে একটি পোস্ট করেছেন অনুপম।

শনিবার তাঁর ইনস্টাগ্রামে উক্তি ছবি পোস্ট করেছেন অনুপম (Anupam Roy)। অনুপম জানিয়েছেন ছবিটি ২০-২২ বছর আগের। ছবিটিতে যাদবপুরের মাঠে বসে থাকতে দেখা যাচ্ছে অনুপমাকে। শার্ট এবং ট্রাউসার পরে আছেন তিনি। তাঁর চোখে রয়েছে চশমা। ওপরের দিকে আঙ্গুল দেখিয়ে বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলছেন তিনি। তাঁর পাশে বসে আছেন তাঁর দুই বন্ধু, তারাশঙ্কর এবং পার্থ। এদিন তাঁর ছবির ক্যাপশনে অনুপম লিখেছেন, “যাদবপুরের (Jadavpur University) বিকেল।২০-২২ বছর আগে।আমার বাঁ দিকে তারাশঙ্কর এবং ডান দিকে পার্থ।”

   
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Anupam Roy (@aroyfloyd)

অনুপম রায় (Jadavpur University) ছিলেন যাদবপুরের ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। তিনি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স এবং টেলিকমিউনিকেশনের (Electronics and Telecommunication) ছাত্র। ২০০৪ সালে গ্রাডুয়েশন শেষ করেন তিনি। এরপর তিনি কাজ করছিলেন বেঙ্গালুরুর একটি আইটি কোম্পানিতে। ২০১০ সালে ‘অটোগ্রাফ’ ছবিতে ‘আমাকে আমার মত থাকতে দাও’ গান গেয়ে আলোচনায় আসেন তিনি। এরপরেই কলকাতায় ফিরে আসেন তিনি। পাকাপাকি ভাবে সংগীতকেই পেশা হিসেবে বেছে নেন অনুপম ।

২০১৫ সালে ‘পিকু’ (Piku)ছবিতে সংগীত পরিচালক, গীতিকার এবং গায়ক হিসেবে কাজ করে বলিউডে কাজ করেন অনুপম (Anupam Roy)। এছাড়াও বলিউডে সুজিত সরকার পরিচালিত ‘পিঙ্ক’ ছবিতে কাজ করেছেন তিনি। ‘অভবান্ছিত’ নামক একটি মারাঠি ছবিতেও কাজ করেছেন তিনি।

বড় পর্দায় ফের একসঙ্গে রঞ্জিত-কোয়েল, শুরু ‘স্বার্থপর’-এর শুটিং

চলচ্চিত্র সঙ্গীত ছাড়াও চারটি একক অ্যালবাম প্রকাশ করেছেন । ২০১২ প্রকাশিত হয় সালে তাঁর প্রথম অ্যালবাম ‘দূরবীন চোখ রাখবো না’। ২০১৩ সালে মুক্তি পায় তাঁর ‘অদ্ভুত মুগ্ধতা’। তাঁর তৃতীয় অ্যালবাম ‘বাক্যবাগীশ ২০১৪ সালে প্রকাশিত হয়। একজন অনুপম রায় এবং তাঁর ব্যান্ড তাঁদের প্রথম ইংরেজি এলবাম প্রকাশ করেন ২০১৩ সালে। ২০১৫ সালে, তিনি তাঁর প্রথম কোক স্টুডিও পর্ব রেকর্ড করেছিলেন।

‘বনি’ , ‘ফ্লাইওভার’, ‘ধূমকেতু’, ‘অর্ধাঙ্গিনী’, ‘দশম অবতার’ সহ বহু ছবিতে গান, সংগীত পরিচালনা ও গীতিকারের দায়িত্ব সামলেছেন তিনি। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত বাংলা ছবি ‘আলাপ’ এবং ‘অযোগ্য’র সংগীত পরিচালনা করেছেন তিনি। এছাড়া ওই ছবিতে গানও গেয়েছিলেন তিনি। নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ‘আমার বস’ ছবির সংগীত পরিচালনা করেছেন তিনি।