Anupam Roy: বিয়ে করছেন অনুপম রায়, পাত্রী কে জানেন?

Anupam Roy

Anupam Roy: বিয়ের পিঁড়িতে অনুপম রায় জনপ্রিয় গায়িকার সঙ্গে বাঁধছেন গাঁটছড়া; বিয়ে নিয়ে কী বললেন হবু বউ!

কাঞ্চন-শ্রীময়ীর বিয়েই আবহেই বড়সর ব্রেকিং টলিপাড়ায়। এইবার কাঞ্চনের মতোই তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন গায়ক অনুপম রায়। চলতি সপ্তাহেই নতুন জীবন শুরু করতে চলেছেন তিনি। গত বছর নভেম্বরেই সাত পাকে বাঁধা পড়েছেন অনুপমের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী। আর তার কয়েক মাসের মধ্যেই নিজের জীবনও গুছিয়ে নিচ্ছেন অনুপম। তবে অনুপমের জীবনে এই নতুন নারী কে?

   

জানা গিয়েছে, গায়িকা প্রস্মিতার সঙ্গে নিজের নতুন জীবন শুরু করতে চলেছেন অনুপম। গত বছর মার্চ থেকে প্রেমের প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল টলিপাড়ায়। আর এইবার সেই গুঞ্জনকে সত্যি করে ২রা মার্চ বিয়ে করতে চলেছেন অনুপম-প্রস্মিতা। জানা গিয়েছে, গায়িকার সঙ্গে বন্ধুত্বপূর্ন সম্পর্ক ছিল অনুপমের। পিয়ার সঙ্গে বিচ্ছেদের পরই সম্পর্ক নতুন মোড় নিয়েছে। তাই এইবার একসঙ্গে জীবন শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

চলতি বছর ভ্যালেন্টাইন্স ডের আগে এক সাক্ষাৎকারে অনুপম জানিয়েছিলেন, ‘প্রেম প্রেম মানুষকে ভালো রাখে। মানুষ খুঁজে আমিও খুঁজি। প্রেমকে আমি সম্মান করি। যদি এই বসন্তে কেউ জুটে যায়।’ তবে এত তাড়াতাড়ি যে তাঁর জীবনে বসন্তের ছোঁয়া লাগবে তা কেউই বুঝতে পারেননি।

বিয়ে নিয়ে এক বিশ্বস্ত সংবাদ মাধ্যমের তরফে প্রস্মিতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘আমরা পেশাগতভাবে একে-অপরকে বহুদিন ধরেই চিনি তবে এই সম্পর্ক শুরু হয় একবছর আগেই।’ বিয়ে নিয়ে তিনি জানান, ঘরোয়াভাবে পরিবার ও ঘনিষ্ঠ কিছু বন্ধুর উপস্থিতিতে আইনি বিয়ে সারবেন তাঁরা। সিম্পল লুকে বিয়ে করবেন প্রশ্মিতা, পরনে থাকবে শাড়ি। অনুপমের সঙ্গে তাঁর নতুন জীবন নিয়ে যে তিনি বেশ আশাবাদী সেই কথাও নিজেই জানিয়েছেন গায়িকা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন