Ankush Hazra: আসতে চলেছে অঙ্কুশের নতুন ছবি ‘মির্জা’

২০২৩ এর ঈদে আসতে চলেছে অঙ্কুশ হাজরার (Ankush Hazra) নতুন ছবি মির্জা। কিছুদিন আগে নিজের সোশ্যাল মিডিয়ায় এই ছবির প্রথম ট্রিজার প্রকাশ করেছেন অঙ্কুশ।ক্যাপশনে অঙ্কুশ…

Ankush Hazra: আসতে চলেছে অঙ্কুশের নতুন ছবি 'মির্জা'

২০২৩ এর ঈদে আসতে চলেছে অঙ্কুশ হাজরার (Ankush Hazra) নতুন ছবি মির্জা। কিছুদিন আগে নিজের সোশ্যাল মিডিয়ায় এই ছবির প্রথম ট্রিজার প্রকাশ করেছেন অঙ্কুশ।ক্যাপশনে অঙ্কুশ লেখেন, ‘মির্জার সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিলাম, ২০২৩ সালের ইদে সব নিয়ম ভাঙতে দেখবেন ওঁকে।’ ছবিটির পরিচালনা করছে পরিচালক সুমিত সাহিল।

প্রযোজক হিসাবে রয়েছেন রক্তিম চট্টোপাধ্যায়। এই ছবির শুটিং শুরু হয়ে গেছে। পুরোপুরি একটি কমার্শিয়াল ছবি হতে চলেছে মির্জা। যেখানে এই অঙ্কুশের লুক দেখে ভক্তরা খুবই উচ্ছ্বাসিত। বহুদিন ধরে এরকম লুকিয়ে দেখতে পাওয়া যায়নি অভিনেতাকে।

Advertisements

দাড়ি ভর্তি মুখ চোখে ,চশমা, লম্বা কোঁকড়ানো চুল এবং অন্য রকমের সংলাপ নিয়েই এই ছবিতে আবির্ভাব হচ্ছে অঙ্কুশের। আজকে আবার এই ছবির শুটিংয়ের বিটিএস দিয়েছেন অভিনেতা নিজেই। এই সিনেমা নিয়ে অঙ্কুশের ভক্ত সহ সিনেমা বাংলা সিনেমা প্রেমিরাও খুবই উচ্ছাসিত।