বসন্তের রঙে রঙিন এখন ভার্চুয়াল ওয়ার্ল্ড। ভালভাবা মাখা মুহূর্তে ভাসছেন নেটদুনিয়া। এরই মাঝে সুনামির মতো আছড়ে পড়ল অঙ্কিতা (Ankita Lokhande) ও ভিকির রোম্যান্টিক মুহূর্ত। মাস দুয়েক পর নিজেদের প্রি-ওয়েডিং শ্যুটের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন অভিনেত্রী। নব-দম্পত্তির সেই ছবি দেখতে হিড়িক পরেছে সোশ্যাল মিডিয়ায়।
মাঝ সমুদ্রে ইয়াটের ওপর প্রি-ওয়েডিং শ্যুট করেছেন যুগল। অঙ্কিতা লোখান্ডে পরেছেন সাদা গাউন। সেই সঙ্গে ন্যুড মেক-আপ। অন্যদিকে, সাদা প্যান্ট এবং ক্যাজুয়াল শার্টে হ্যান্ডসাম ভিকি জৈন। ছবিতে অঙ্কিতা এবং ভিকি স্বপ্নের মতই সুন্দর। দু’জনের কেমিষ্ট্রি নজর কেড়েছে নেটিজেনদের। ছবি শেয়ার করে অঙ্কিতা লিখেছিলেন, “I am absolutely, definitely, positively, unquestionably, beyond any doubt, in love with you. Celebrating love together and forever, Vicky Jain.”
একতা কাপুরের হাত ধরেই ২০০৯ সালে ‘পবিত্র রিস্তা’ ধারাবাহিকের অর্চনা চরিত্রের মধ্যে দিয়েই দর্শকদের মনের মধ্যে জায়গা করে নিয়েছিলেন অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। এই সিরিয়ালে অভিনয়ের সূত্রেই মানব আর অর্চনার মতোই কখন যেন অঙ্কিতা আর সুশান্তের মধ্যেও তৈরি হয়েছিল ‘পবিত্র রিস্তা।’ দীর্ঘ ৬ বছরের সম্পর্ক ছিল তাঁদের। সুশান্তের সাথে বিচ্ছেদের পর অঙ্কিত জীবনে আসেন তাঁর বর্তমান প্রেমিক ভিকি জৈন। কিছুদিন আগে সাতপাকে বাঁধা পরেছেন তাঁরা।