Ballabpurer Rupkatha: হাসি-ভয়-কান্নায় ভরা জমজমাটি অনির্বাণের পরবর্তী সিনেমা

Ballavpurer Rupkatha

“কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া” এই গান শোনার মধ্য দিয়ে আজও যে মুখ চোখ বন্ধ করলেই বঙ্গ তনয়াদের স্বপ্নে যিনি ভেসে ওঠেন, তিনি হলেন টলিউড জগতের অন্যতম জনপ্রিয় অভিনেতা অনির্বাণ চ্যাটার্জী।

অনির্বাণ পেশাগতভাবে টলিউড জগতে অভিনেতা হলেও বর্তমানে বেশ কিছু সময়ে ধরে তাকে অন্য ভূমিকায় কাজ করতে দেখা যাচ্ছে, অর্থাৎ তিনি আজকাল সিনেমা পরিচালনার কাজও করে থাকছেন। তার প্রথম পরিচালিত সিনেমা ২০২১সালে মুক্তিপ্রাপ্ত ‘মন্দার’। অভিনেতার দ্বিতীয় পরিচালনায় মুক্তি পেতে চলেছে ‘বল্লভপুরের রূপকথা’ (Ballabpurer Rupkatha) নামক সিনেমাটি।

   

সদ্য মুক্তিপ্রাপ্ত ট্রেলার দেখে স্পষ্টত বোঝা যাচ্ছে, সিনেমাটি মূলত কমেডি হরর ধারাকে মাথায় রেখে তৈরী করা হয়েছে। সম্ভবত, সিনেমাটি চলতি বছরের কালীপুজোর সময়ে মুক্তি পেতে পারে। অভিনেতার পরিচালনায় তৈরী প্রথম সিনেমা মন্দার অভাবনীয়ভাবে দর্শকের মন জয় করে নিয়েছিল। তাই, এবারেও পরিচালক অনির্বাণের এই সিনেমাটির ক্ষেত্রে ইতিবাচক সাড়া পেতে পারে দর্শকমহল থেকে তেমনটাই আশা করা যেতে পারে।

ট্রেলার প্রকাশ পাবার ২৪ঘন্টা পেরোতে না পেরোতেই বাংলার দর্শকদের মন জয় করতে শুরু করে দিয়েছে। পরিচালক অনির্বাণের প্রথম সিনেমাটি তৈরী করেছিল সেক্সপিয়ারের লেখা ‘ ম্যাকবেথ’ নামক কাব্যটি থেকে অনুপ্রাণিত হয়ে। ‘বল্লভপুরের রূপকথা’ সিনেমাটিতে অভিনয় করতে দেখা যাবে সত্যম ভট্টাচাৰ্য, সুড়ঙ্গনা বন্দোপাধ্যায়, সুরজিৎ সরকার, সন্দীপ ভট্টাচাৰ্যসহ আরও অনেকে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন