Sonam Kapoor: একই অঙ্গে বহুরূপের আধারী অভিনেত্রী নবাগতা মা

Sonam Kapoor

“বাপের ঘরে লক্ষী আমি / স্বামীর ঘরে অন্নপূর্ণা। ছেলের ঘরে জননী আমি / আমি ছাড়া সংসার অসম্পূর্ণা।”- শরদিন্দু কর্মকারের বিখ্যাত এই গদ্যের মাধ্যমে স্পষ্টভাবে বোঝাই যাচ্ছে যে কবি বলতে চেয়েছে, নারীদের রয়েছে একই অঙ্গে বহুরূপ।

বর্তমানে বাস্তব জগতে তেমনি এক দৃষ্টান্ত দেখতে পাওয়া যাচ্ছে বলিউড মহলে। বলির জগতে নানা অভিনেত্রীর মধ্যে অন্যতম উল্লেখযোগ্য অভিনেত্রী হলেন সোনাম কাপুর আহজা (Sonam Kapoor)। অনিলকন্যা ২০১৮সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হবার পর থেকে সেই অর্থে অভিনেত্রীকে রুপালি পর্দায় দেখতে পাওয়া যায়নি। বর্তমানে, সোনাম সদ্য মা হয়ে উঠেছে। অভিনেত্রীর গোটা অভিনয় জীবনে তাকে নিয়ে সেইভাবে কোনো সমালোচনা হয়নি। কিন্তু, বর্তমানে নানা উৎসবের প্রাক্কালে সদ্য পালিত হয়েছে করবা চৌথ।

   

Sonam Kapoor

ইতিমধ্যেই অভিনেত্রীর ইনস্টাগ্রামের একাউন্ট থেকে আপলোড করা একটি ফটো নিয়ে দর্শকমহলে চলছে জোর সমালোচনা। ফটোতে দেখতে পাওয়া যাচ্ছে, অভিনেত্রী তার করবা চৌথ ব্রত পালনের জন্য একাধারে মেকআপ করছেন আবার অন্যদিকে তার নিজ সন্তানকে অবহেলা না করে নিজের স্তণ্যদুগ্ধ করাচ্ছেন।

এই দেখে বোঝা যায় যে, নারীরা একইসঙ্গে একইমুহূর্তে বহুকাজ একসাথে করতে পারে, তা সে কোনো উচ্চমানের অভিনেত্রী হোক কিংবা কোনো সাধারণ নারী। অভিনেত্রী ইনস্টাগ্রাম একাউন্ট থেকে ছবিটি পোস্ট হওয়া মাত্রই ভিন্নপদের নারীরা গর্ববোধ করছে তেমনই আবার অনেকের কাছ থেকে প্রশংসা অর্জন করেছে অভিনেত্রী।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন