কেমন ছিল ‘দ্য শেমলেস’ এর কান-সফর ? জানালেন অনসূয়া সেনগুপ্ত

প্রথম ভারতীয় হিসেবে কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন অনসূয়া সেনগুপ্ত। কানের রেড কার্পেটে গিয়ে সেরা অভিনেত্রীর খেতাব জিতে নেওয়ার সফর জানাতেই সংবাদমাধ্যমের…

anasua sengupta

প্রথম ভারতীয় হিসেবে কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন অনসূয়া সেনগুপ্ত। কানের রেড কার্পেটে গিয়ে সেরা অভিনেত্রীর খেতাব জিতে নেওয়ার সফর জানাতেই সংবাদমাধ্যমের মুখোমুখি হন । আলোচনার মূল বিষয়বস্তু ছিল যৌনকর্মীদের জীবন এবং সংগ্রাম সম্পর্কে অনসূয়ার ভাবনাচিন্তা। অনসূয়া জানিয়েছেন যে তারা জানতেন যে যৌনকর্মীদের পেশা বিশ্বের সবচেয়ে প্রাচীন পেশা। তাদের ছবির ‘দ্য শেমলেস’ এর মাধ্যমে এই পেষার সঙ্গে যুক্ত সকল যৌনকর্মীদের জীবন এবং তাঁদের অস্তিত্ব রক্ষার লড়াই ও জীবন সংগ্রামকে চলচ্চিত্রের মাধ্যমে দেখাতে চেয়েছিলেন। তিনি আরও জানান যে এই উদ্দেশেই লগেরিয়ান পরিচালক কনস্ট্যান্টিন বোজানোভ তার ছবি তৈরী করেছেন।

short-samachar

   

অনসূয়া জানান যে ১২ বছর ধরে চলেছে ‘দ্য শেমলেস’ ছবির নির্মাণ।পরিচালক হিন্দি না জানলেও প্রচুর মানুষের সাহায্য নিয়েছেন এবং তার ফলেই তৈরী হয়েছে এই চলচ্চিত্র। সিনেমার জন্য প্রচুর গবেষণা করা হয়েছে বলে জানান অনসূয়া। এই গবেষণার অংশীদার হয়েছেন অভিনেতারাও। বিষয় সম্পর্কে পড়াশুনো করে তারা জানতে পারেন কেন বেশ্যা’ শব্দের পরিবর্তে ‘যৌনকর্মী’ শব্দটি বেশি প্রযোজ্য। এছাড়া তিনি অভিযোগ করেন যে অনেকে এই পেশা থেকে সুবিধে নিলেও সম্মান করেন না এই প্রাচীন পেশাকে। তিনি আরও জানান সচেতনতো বাড়তেই এই ছবি তৈরী করেছেন নির্মাতারা।

এছাড়া বিশ্বের সব চেয়ে বড় চলচ্চিত্র প্রদর্শনীতে উপস্থিত থাকার অনুভূতি জানান অনসূয়া।
তিনি বলেন যে তারা ইটা ভেবে কাজ করিনি যে ছবিটি কান চলচ্চিত্র উৎসবে যাবে কিংবা এই কোনও পুরস্কার পাবে । তারা শুধু সৎভাবে নিজেদের কাজটুকু করেছেন এবং তারপরে যে প্রশংসা পেয়েছেন তার জন্য তারা কৃতজ্ঞ। এছাড়া কানের মঞ্চে অন্যান্য যেসকল ভারতীয় তাঁদের প্রতিভার নিদর্শন রেখেছেন তাঁদের সকলকে অভিনন্দন জানান এবং তাদের জন্য গর্ববোধ প্রকাশ করেন অনসূয়া।