নজর লাগার হাত থেকে রক্ষার গোপন কৌশল জানালেন অনন্যা পান্ডে!

annyana-pandey

বর্তমানে বলিউডের ব্যস্ততম অভিনেত্রী অন্যানা পান্ডে (Ananya Pandey)। তার হাতে রয়েছে এখন একগুচ্ছ ছবি। খুব কম সময়ে তিনি ওটিটির জনপ্রিয় অভিনেত্রী হয়ে উঠেছেন। তিনি প্রথমে খো গেয়ে হাম কাহান ছবি মধ্যমে দর্শকদের মন জয় করেছিলেন। তারপরে পেয়েছে কল মি বে ছবিতে তার অভিনয় সকলের নজর কেড়েছে। তবে অভিনেত্রী এখন ব্যস্ত রয়েছে CTRL-এর প্রচারে।

Advertisements

সম্প্রতি এক সাক্ষাৎকারে অনন্যা (Ananya Pandey)জানিয়েছেন কীভাবে নিজেকে খারাপ নজর থেকে দূরে রাখার চেষ্টা করেন। অনন্যা বলেন, ‘খারাপ নজর যাতে না লাগে আমি সেজন্য প্রতি সপ্তাহে বিশেষ কিছু কার্যকলাপ করি। আমি বাড়িতে থাকা মিরচি (অর্থাৎ লঙ্কা) পোড়াই, এটা কী জানেন তো? এটা পোড়ালে যত বেশি গন্ধ বের হয়, বুঝতে হবে তত বেশি আপনার নজর লেগেছে। যদিও এর পিছনে আদৌ কোনও বিজ্ঞান সম্মত কারণ আছে কিনা আমি জানি না।’

অনন্যা (Ananya Pandey) আরও বলেন, ‘আমার মা ভাবনা পাণ্ডে লোকের খারাপ দৃষ্টি থেকে রক্ষা করতে আমার কানের পিছনে ‘কালো টিকা’ লাগিয়ে দেন। এমনকি আমি এই অনুষ্ঠানে আসার আগেও মা ভাবনা আমার কানের পিছনে দুটো কালো বিন্দু লাগিয়েছেন। সবাই ভাবে হয়ত আমি স্নান করি না, বা আমার কানের পিছনে কিছু নোংরা লেগে আছে, কিন্তু আমার মা এটাই বারবার তা লাগাতে থাকেন।’

Advertisements

উল্লেখ্য, সম্প্রতি একটি জনপ্রিয় ওটিটিতে মুক্তি পেয়েছে ‘সিটিআরএল’ । এই সাইবার থ্রিলার ছবির পরিচালনা করেছেন ‘সেক্রেড গেমস’ এবং ‘জুবিলি’ খ্যাত পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে।