বলিউডের স্টারকিডদের মধ্যে অন্যতম জনপ্রিয় চাঙ্কি পাণ্ডের কন্যা অনন্যা পাণ্ডে (Ananya Pandey)! ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার টু’, দিয়ে বলিউডে পথ চলা শুরু তার। এরপর বেশকিছু ছবিতে অভিনয় করে নিজের শক্তপোক্ত ফ্যান বেস তৈরি করেছেন এই বলি সুন্দরী।
কিন্তু বিতর্ক তাঁর পিছু ছাড়েনা কিছুতেই। একবার অনন্যা সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে, সবাই নাকি তাঁকে কঙ্কাল বলে ট্রোল করে! তাঁর পা-দুটো নাকি অস্বাভাবিকরকম সরু। ছোটো থেকেই তাকে শুনে আসতে হয়েছে তার শরীরের গঠন ঠিক নয়।
একটি চ্যাট-শোয়ে এসে অনন্যা জানান, ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখতে না রাখতেই একাধিক পরিচালক-প্রযোজকদের কাছে তাঁকে শুনতে হত, তাঁর স্তন নাকি বেশিই ছোট, চোখে পড়ার মতো না! নায়িকা হিসাবে আকর্ষণীয় নয়, কাজেই সবাই উপদেশ দিতেন অস্ত্রোপচার করে স্তন ভারী করার জন্য।
যদিও এসব কথাকে পাত্তা না দিয়ে অনন্যা তার কাজ করে চলছেন। তবে এবার আরও একবার কটাক্ষের শিকার হলেন অভিনেত্রী। সোস্যাল মিডিয়ায় বরাবরই অ্যাক্টিভ তিনি। মাঝেমাঝে নিজের ছবি শেয়ার করে নেন ভক্তদের সাথে। তেমনই সম্প্রতি অনন্যা বেশ কিছু ছবি শেয়ার করেছেন তার ইন্সটাগ্রামে। আর সেখানে তার পোশাক এমন ছিল যা দেখে নেটিজেনরা বিদ্রুপ করেছেন। কেউ কেউ কমেন্ট করেছেন, “আবার প্যান্ট না পড়ে তিনি ছবি দিয়েছেন।” যদিও অনেক অনুরাগীই অনন্যাকে প্রশংসা করেছেন।
https://www.instagram.com/p/CmtivYttjBi/?utm_source=ig_web_copy_link
পরিচালক করণ জোহরের আগামী ছবি ‘রকি অউর রানি কি প্রেম কহানি’-তে রণবীর সিং এবং আলিয়া ভাটের পাশাপাশি রয়েছে বিশাল ‘ধামাকা’! শুধু রণবীর-আলিয়া নন, এই ছবিতে একসঙ্গে হাজির হবেন আরও তিন নায়িকা। সারা আলি খান, জাহ্নবী কাপুর এবং অনন্যা পাণ্ডে।