মাদক মামলায় আরিয়ানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য অনন্যার

মাদক মামলা কাণ্ডে নাম জড়িয়েছিল কিং খানের ছেলে আরিয়ান খানের। এবার সম্প্রতি সেই মামলায় ক্লিনচিট পেয়েছেন আরিয়ান। কিন্তু নেটিজেনরা যেন পিছু ছাড়তে চাইছেন আরিয়ানের। আর এরই মধ্যে আরিয়ান খানের ছেলে বেলার বন্ধু উস্কে দিলেন বিতর্ক। আশ্চর্যের বিষয় আরিয়ান খানকে মিথ্যাবাদী বললেন চাংকি পান্ডের মেয়ে অনন্যা পান্ডে। বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে জানিয়েছেন, ২০১৯ সাল থেকে আরিয়ান খানের সঙ্গে তার বন্ধুত্ব কিছুটা দূরত্ব বারে। হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমে তাদের কথা হতো। ২০২১ সালে আরিয়ান খান NCB কাছে স্টেটমেন্ট দিয়েছিল, অনন্যা পান্ডে এবং তার বোন অনেক ছোট বয়স থেকেই মাদকের সঙ্গে যুক্ত।

Advertisements

অর্থাৎ অনন্যা পান্ডের যে ছোট বোন রয়েছে তাঁকে একবার গাঁজাসহ হাতেনাতে ধরা হয়েছিল। যদিও অনন্যা পান্ডে এই বিষয়টি মিথ্যে বলে দাবি করেছেন। তিনি জানিয়েছেন, ‘আমি জানি না কেন আরিয়ান এই বিষয়ে মিথ্যে কথা বলছে’। গতবছর আরিয়ান আরও জানিয়েছিলেন, অনন্যার ছোট বোন নিয়মিত ধূমপান করতেন না। কিন্তু যখন অনন্যা গোটা বিষয়টি জানতে পেরেছিল সে চাইনি তার পরিবার এই বিষয়টি সম্পর্কে জানুক। তাই সে আমার সাহায্য নিয়েছিল। পাল্টা অনন্যা বলেছিলেন, ছোটবেলা থেকেই আরিয়ান খান তাঁর বন্ধু ছিল। কারণ তাদের বাবা-মাও বন্ধু ছিলেন। ২০১৯ সাল পর্যন্ত তারা ঘনিষ্ঠ বন্ধু ছিল। কিন্তু তারপরেই আস্তে আস্তে তারা নিজেদের কাজ নিয়ে ব্যস্ত হয়ে যায়। তাই যোগাযোগও কম হতে থাকে।

অভিনেত্রী আরও জানিয়েছেন, আমি কখনও কাউকে কোনও মাদক বা নিষিদ্ধ দ্রব্য কিনে দিই নি। আমি কখনও কাউকে মাদক বা নিষিদ্ধ দ্রব্য নেওয়ার প্রস্তাব পর্যন্ত দিইনি। এছাড়াও কখনও কাউকে মাদক বা নিষিদ্ধ দ্রব্যের জন্য অর্থ প্রদান করি নি। আমি কোন মাদক ব্যবসায়ীকেও চিনি না। পাশাপাশি অভিনেত্রী আরও জানিয়েছেন , তার বোন ২০২০ সাল পর্যন্ত ধূমপানের সঙ্গে জড়িত থাকলেও কোনভাবেই মাদকসেবন তিনি করতেন না। আমি নিজেও কখনও কোন ধরনের মাদক বা নিষিদ্ধ দ্রব্য সেবন করি নি। হ্যাঁ, মাঝে মাঝে সিগারেট খাই। কখনও ওয়াইন বা বিয়ার পান করে থাকি। মুম্বাইয়ের ক্রুজে মাদক মামলায় জড়িয়ে পড়ার পর আরিয়ান খান ও অনন্যা পান্ডের হোয়াটসঅ্যাপ চ্যাট সামনে এসেছিল। সেখানে মাদক নিয়ে দু’জনের মধ্যে কথা হয়েছিল তা স্পষ্ট করেছে এনসিবিম।

Advertisements

যদিও অনন্যা পান্ডে জানিয়েছেন, পুরো কথাটাই মজার ছলে বলেছিলাম। এর মধ্যে কোনও সত্যতা নেই। এমনকি আমার বন্ধু মহলে এমন কেউ নেই যে মাদক বা নিষিদ্ধ দ্রব্য গ্রহণ করে।