“আইটেম নাচ করাটা বড় বিষয় করে দেখা উচিৎ নয়” হঠাৎ এমন কেন বললেন অনন্যা

বর্তমানে বলিউডের ব্যস্ততম অভিনেত্রী (Ananya Panday) অনন্যা পান্ডে । তার হাতে রয়েছে এখন গুচ্ছ ছবি। অভনেত্রী বরাবরই তার কাজ এবং ব্যাক্তিগত জীবন নিয়ে চর্চায় থাকেন।…

বর্তমানে বলিউডের ব্যস্ততম অভিনেত্রী (Ananya Panday) অনন্যা পান্ডে । তার হাতে রয়েছে এখন গুচ্ছ ছবি। অভনেত্রী বরাবরই তার কাজ এবং ব্যাক্তিগত জীবন নিয়ে চর্চায় থাকেন। আদিত্য রায় কাপুরের সঙ্গে তার প্রেমের বিচ্ছেদের পর নতুন প্রেমে জড়িয়েছেন অভিনেত্রী। তা নিয়ে বলিউড অন্দরে চর্চা হয়েছে অনেক।

আবার নতুন করে চর্চায় জড়িয়েছেন অনন্যা। তবে এবার ব্যাক্তিগত জীবন নিয়ে নয়,কাজ নিয়ে চর্চায় রয়েছেন অভিনেত্রী। বড় পর্দায় সকলের মন জয় করে এসেছেন অভিনেত্রী। কিছুদিন আগে ওটিটি তে আত্মপ্রকাশ করেছেন অনন্যা।

   

সম্প্রতি একটি জনপ্রিয় ওটিটি চ্যানেলে মুক্তি পেয়েছে ‘কল মি বে’ সিরিজ। এই সিরিজে বেলা চরিত্রে তার অভিনয় নজর কেড়েছে সকলের। অভিনেত্রী নিজেকে প্রতিবার নতুন রূপে দর্শকদের ধরা দিচ্ছেন । সম্প্রতি মুম্বাইয়ে এক সাক্ষাৎকারে অনন্যাকে প্রশ্ন করা হয়, এবার আপনাকে আইটেম নাচ করতে দেখা যাবে

এর উত্তরে অনন্যা বলেন, “আইটেম নাচ করাটা বড় বিষয় করে দেখা উচিৎ নয়। কোনও ছবিতে ক্যামিও চরিত্রে যেমন অভিনয় করা হয়, এটাও তেমনভাবে দেখা উচিৎ। কিন্তু সাধারণত দৃষ্টিভঙ্গি সেইরকম থাকেনা। যৌন আবেদনমূলক আচরণ প্রত্যাশা করেন সবাই আইটেম নাচে।” অভিনেত্রী আরও বলেন,”যদি কোনও আইটেম নাচে যৌন আবেদনের জায়গা না থাকে, তাহলে অবশ্যই আমি তা করতে রাজি। কিন্তু সাধারণত তা হয় না। তাই এই বিষয়ে ভাবি না।”

উল্লেখ্য, ‘সিটিআরএল’ সিরিজের মুখ্য চরিত্রে দেখা যাবে অনন্যাকে। এই সাইবার থ্রিলার ছবির পরিচালনা করেছেন ‘ক্রেড গেমস’ এবং ‘জুবলি’ খ্যাত পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে। অনন্যার আসন্ন সিরিজে মানুষের জীবনে এআই ঢুকে পরলে কী কী সমস্যা দেখা দিতে পারে সেই বিষয়টি তুলে ধরা হয়েছে । আগমী ৪ অক্টোবর একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাট ফর্মে মুক্তি পাবে ‘সিটিআরএল’।