নতুন বছরে বলিউডে অভিষেক অনন্যার! কার হাত ধরে যাত্রা?

টলিউডের পর এবার বলিউডে পা রাখতে চলেছেন অনন্যা চট্টোপাধ্যায়। আগামী সপ্তাহেই মুক্তি পাচ্ছে অনন্যার নতুন ছবি ‘সত্যি বলে সত্যি কিছু নেই’। এই ছবি মুক্তির আগেই…

"Ananya Chatterjee opens up about her harassment experience in the Tollywood film industry during the early days of her career. Read her shocking revelations."

টলিউডের পর এবার বলিউডে পা রাখতে চলেছেন অনন্যা চট্টোপাধ্যায়। আগামী সপ্তাহেই মুক্তি পাচ্ছে অনন্যার নতুন ছবি ‘সত্যি বলে সত্যি কিছু নেই’। এই ছবি মুক্তির আগেই একটি সাক্ষাৎকারে অনন্যা জানান তার বলিউড ডেবিউ(Ananya Bollywood Debut) এর কথা। কিছুদিন আগে সমাজমাধ্যমে বলি অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে বেশকিছু ছবিও ভাগ করেছিলেন অনন্যা। সেই থেকেই শুরু হয়েছিল জল্পনা।
তবে সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অনন্যা জানান ফাতিমা সানা শেখ এবং আর মাধবনের সঙ্গে তিনি একটি সিরিজে কাজ করেছেন। সিরিজটি মুক্তি পাবে নেটফ্লিক্সে।

আসন্ন নেটফ্লিক্সের এই সিরিজ সম্পর্কে অনন্যা বলেন “এই গল্পে কম বয়সী একটা মেয়ের সঙ্গে একটা বয়স্ক লোকের সম্পর্ক, প্রেমের কথা দেখানো হবে। ফাতিমার চরিত্রটি বাঙালি মেয়ের। আমি ওঁর পরিবারের অংশ। সদস্য। অন্যদিকে আর মাধবন জামশেদপুরের।” তবে ঠিক কোন চরিত্রে তাকে দেখা যাবে সে বিষয়ে এখনই স্পষ্ট ভাবে কিছু বলেননি।

   

বম্বে গিয়ে কাজ করা প্রসঙ্গে অনন্যা বলেন,”কেউ কাজ দেখে কাজ দিলে ভালো লাগে।” অযথা বম্বে গিয়ে কাস্টিং ডিরেক্টরদের কাছে অডিশন দিয়ে বা রিল দেখিয়ে কাজ পেতে। তার কাজ দেখে তবেই তাকে কেউ কাস্টিং করুন, এমনটাই চান তিনি। অনন্যা চট্টোপাধ্যায় একজন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অভিনেত্রী। বাংলা টেলিভিশনে অভিনয়ের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন। তার প্রথম টেলিভিশন সিরিয়াল “দিন প্রতিদিন”। তবে ‘সুবর্ণলতা’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে দর্শকের মন কাড়েন তিনি। মহিলা প্রধান চরিত্রেই কাজ করতে ভালোবাসেন তিনি। অন্যদিকে ফাতিমা সানা শেখ এবং আর মাধবন দুজনেই বলিউডকে হিট ছবি উপহার দিয়েছেন। তাদের অভিনয় দক্ষতা, চরিত্র ছবিকে অন্য মাত্রা দেয়। টলি ও বলি পাড়ার কলা কুশলীদের একসঙ্গে দেখে নেটিজেনরা বেশ উত্তেজিত, কেমন হবে অনন্যার বলিউড (Ananya Bollywood Debut) ইনিংস?

অন্যদিকে,আগামী ২৩ শে জানুয়ারি মুক্তি পাচ্ছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘সত্যি বলে সত্যি কিছু নেই’। অনন্যা চট্টোপাধ্যায় ছাড়াও এখানে অভিনয় করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, রাহুল ব্যানার্জি, কৌশিক সেন, সৌরসেনী মৈত্র, অনির্বাণ চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, ফাল্গুনী চট্টোপাধ্যায় এবং সুহত্র মুখোপাধ্যায়। এবার তিনি দর্শকদের কী উপহার দেন, সেটাই এখন দেখার।