টলিউডের ভীষণ পরিচিত মুখ হলেন অনামিকা সাহা(Anamika Saha), তাকে চেনেন না এমন বাঙালি খুব কমই আছেন। অনেকেই তাকে “বিন্দু মাসি” হিসেবে চেনেন। একসময় টলিউডে খলনায়িকার চরিত্রে চুটিয়ে অভিনয় করেছেন অভিনেত্রী। দজ্জাল শাশুড়ি থেকে শুরু করে সৎ মা, কাকিমার চরিত্রে তার অভিনয় প্রচুর দর্শকদের প্রশংসা পেয়েছে।
বর্তমানে গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছেন অভিনেত্রী অনামিকা সাহা(Anamika Saha)। সামনেই তাকে বড় অপারেশন করতে হবে বলে জানিয়েছেন ডাক্তার। জানা গেছে অভিনেত্রীর গলব্লাডারে স্টোন ধরা পড়েছে যার জন্য অস্ত্রোপচার করতে হবে তার শরীরে। জানা গেছে যে, আগামী ৪ই ফেব্রুয়ারী অভিনেত্রী হাসপাতালে ভর্তি হবেন এবং ৫ই ফেব্রুয়ারী তার অপারেশন হবে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, “বয়সটা তো অনেকটাই। খুব চিন্তা হচ্ছে। আমার সুগারটাও বেশি। এর আগেও ডাক্তার বলেছিলেন, অস্ত্রোপচার করতে হবে, কিন্তু সুগার ও প্রেসারের সমস্যা বেশি থাকায় তা সম্ভব হয়নি। তবে এখন সবকিছু নিয়ন্ত্রণে রয়েছে, তাই চিকিৎসক ৫ ফেব্রুয়ারি দিনটি ঠিক করেছেন।”
কিছুদিন আগে অন্য এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, ” ‘আমি কাজ করতে করতেই চলে যেতে চাই। সৌমিত্রদার মতো, মঞ্চে থাকতে থাকতেই আমি যেন মরতে পারি। শেষটা নিয়েই এখন বড্ড ভয় পাই, কী জানি, কী লেখা আছে। ঈশ্বর আমায় এইটুকু আশীর্বাদ করুক। আমি অভিনয় করতে ভালবাসি। অভিনয় ছাড়া থাকতে পারি না। বয়স হচ্ছে তো, তাই এখন শেষটা বড্ড বেশি ভাবায়।”
অপারেশন নিয়ে ভীষণ চিন্তায় আছেন অভিনেত্রী অনামিকা সাহা (Anamika Saha)। অসুস্থতা সত্বেও অভিনেত্রী কাজ থামাননি। সম্প্রতি “তেঁতুল পাতা” ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাচ্ছে তাকে। অসুস্থ শরীর নিয়ে আউটডোর শুটিংও করেছেন অভিনেত্রী। তবে অপারেশনের পর ১০ দিন ছুটি পেয়েছেন তিনি। তারপর আবার তাকে ধারাবাহিকে দেখা যাবে।