বুড়ো অভিনেতার সঙ্গে পুত্রবধূর রোমান্সের বাধা দিয়েছিলেন অমিতাভ ? জানুন বিস্তারিত

এখন বচ্চন পরিবারের পুত্রবধূ অভিনেত্রী ঐশ্বর্য রাই (Aishwarya Rai) । পরিবারের সম্মানের কথা মাথায় রেখে তার ব্যক্তিগত জীবন নিয়ে কখনও মন্তব্য করেননি তিনি । পরিবারের…

rajnikanth

এখন বচ্চন পরিবারের পুত্রবধূ অভিনেত্রী ঐশ্বর্য রাই (Aishwarya Rai) । পরিবারের সম্মানের কথা মাথায় রেখে তার ব্যক্তিগত জীবন নিয়ে কখনও মন্তব্য করেননি তিনি । পরিবারের অন্দরের দ্বন্দ্ব বাইরে এলেও কখনও মন্তব্য করতে দেখা যায়নি তাকে। সম্প্রতি প্রাকশ্যে এসেছে পুরোনো একটি খবর যেখানে দাবি করা হয়েছে যে ঐশ্বর্যের রজনীকান্ত (Rajnikant) অভিনীত ‘রোবট’ (Robot) ছবিতে অভিনয় নিয়ে আপত্তি ছিল স্বয়ং অমিতাভের (Amitabh Bachchan)।

আইনি জট কাটিয়ে নেটফ্লিক্সে ‘মহারাজ’-এর মুক্তিতে সায় আদালতের

   

ঐশ্বর্য (Aishwarya Rai) ও রজনীকান্তের (Rajnikant) বয়সের তফাৎ ছিল ২৩ বছরের। নায়ক ও নায়িকার বয়েসের মধ্যে বিস্তার ফারাকের বিষয়টি নতুন নয়। তবে রজনীকান্ত এবং অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) দীর্ঘদিনের বন্ধুত্ব। রজনীকান্ত অভিনীত ‘রোবট’ ছবিতে ঐশ্বর্যের রজনীকান্তের প্রেমিকার ভূমিকায় অভিনয়ের বিষয়টি মেনে নিতে পারেননি তিনি। কিছু প্রতিবেদন অনুযায়ী নিজের বন্ধুর সঙ্গে পুত্রবধূর অভিনয় মেনে নিতে পারছিলেন না তিনি।

অনুরাগীদের কাছে বড় প্রশ্ন অঙ্কুশের, দিলেন উত্তরের অপশনও!

কিছু প্রতিবেদনে দাবি করা হয় যে বচ্চন পরিবার থেকে ঐশ্বর্যকে এই ছবি থেকে সরে দাঁড়ানোর কথাও বলা হয়। অমিতাভকে এই বিষয়ে প্রশ্ন করা হলে হেসে ফেলেন তিনি। তবে মন্তব্য করতে নারাজ হন তিনি। পরে ঐশ্বর্য অভিনয় করেছিলেন ছবিটিতে এবং ছবিটি ব্যাপক সাফল্য ও পায় বাক্স অফিসে।

উল্লেখযোগ্য দক্ষিণ ভারত থেকে প্রচুর ছবির প্রস্তাব পান ঐশ্বর্য। তবে সব ছবিতে অভিনয় করতে পারেননি তিনি। সাম্প্রতিক মনি রত্নাম (Mani Ratnam) পরিচালিত ‘পোননিয়িন সেলভান’ (Ponniyin Selvan) ছবির দুটি অধ্যায়ে অভিনয় করে প্রশংসা পেয়েছেন তিনি। এই চলচ্চিত্রগুলি দিয়েই দক্ষিণী সিনেমায় প্রত্যাবর্তন করেন ঐশ্বর্য।