‘মুর্খের অভাব নেই’! অভিষেক-ঐশ্বর্য এক ফ্রেমে ধরা দিতেই ইঙ্গিতপূর্ণ পোস্ট বিগ বি-র

মুম্বই: বিচ্ছেদের জল্পনায় জল ঢেলে সম্প্রতি এক ফ্রেমে ধরা দেন অভিষেক বচ্চন ও ঐর্শ্বয রাই৷ এরই মধ্যে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেব বলিউড আইকন অমিতাভ বচ্চন৷…

Amitabh Bachchan's angry post

মুম্বই: বিচ্ছেদের জল্পনায় জল ঢেলে সম্প্রতি এক ফ্রেমে ধরা দেন অভিষেক বচ্চন ও ঐর্শ্বয রাই৷ এরই মধ্যে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেব বলিউড আইকন অমিতাভ বচ্চন৷ রবিবার নিজের ব্লগে রহস্যময় ওই পোস্টে মিথ্যে খবর প্রচারকারীদের তুলোধোনা করলেন তিনি৷ তাঁদের ‘মুর্খ’ বলেও কটাক্ষ করতে ছাড়লেন না তিনি৷ (Amitabh Bachchan’s angry post)

মুর্খের অভাব নেই Amitabh Bachchan’s angry post

বিগ বি লিখেছেন, “স্বল্প মস্তিষ্কের অধিকারী মুর্খ মানুষের অভাব নেই এই পৃথিবীতে৷ যাঁরা প্রতিদিন নিজেদের অপকর্ম ঢাকতে অন্যের জীবনকে হাতিয়ার বানাচ্ছে৷ ভুয়া খবর ছড়াচ্ছে৷  প্রতিনিয়ত নিজেদের ভুলভ্রান্তি, বুদ্ধিহীনতার পরিচয় দিচ্ছেন। যাঁরা প্রতি মুহূর্তে জীবনে বাঁচার অর্থ খুঁজে পান তাঁরা ব্যক্তিগত জীবনকে আড়ালেই রাখেন’।

   

গুঞ্জনে জল Amitabh Bachchan’s angry post

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই অভিষেক ও ঐশ্বর্যের বিচ্ছেদের গুঞ্জনে সরগরম বলিপাড়া৷ সম্প্রতি তাতে নতুন মাত্রা যোগ করেছিল দুবাইয়ের একটি অনুষ্ঠানে ঐশ্বর্যের পরিচয়৷ যেখানে তিনি নিজের নামের পাশ থেকে বচ্চন পদবী সরিয়ে ফেলেছিলেন৷ তবে সব কিছুর মাঝেই বৃহস্পতিবার মুম্বইয়ের সান অ্যান্ড স্যান্ড হোটেলে একটি পার্টিতে একসঙ্গে ধরা দেন বচ্চন দম্পতি। তাঁরা পোশাকও পরেছিলেন রং মিলিয়ে৷ এর পর থেকেই চুপ সমালোচকরা৷ ২০০৭ সালে গাঁটছড়া বাঁধেন অ্যাশ ও অভি৷ তাঁদের একমাত্র মেয়ে আরাধ্যা।

আগেও ব্লগ বিগ বি-র

এর আগেও অবশ্য মুখ খুলেছিলেন শাহেনশা৷ গত মাসে একটি ব্লগে রহস্যময় পোস্টে তিনি লিখেছিলেন, ‘‘গুঞ্জন হল গুঞ্জন, এর সত্যতা ছাড়া অনুমান করা মিথ্যাচার।’’

পেশাগত দিক থেকে, অমিতাভ বচ্চন সর্বশেষ রাজিনীকান্তের ভেট্টাইয়ান ছবিতে দেখা গিয়েছিলেন। তিনি বর্তমানে রিয়্যালিটি কুইজ শো কৌন বনেগা ক্রোড়পতি-সঞ্চালনা করছেন৷ 

Entertainment: Amidst rumors of Abhishek Bachchan and Aishwarya Rai’s separation, Amitabh Bachchan posts a cryptic message on his blog, criticizing those who spread false news. He calls them ‘fools’ and defends his family against baseless speculations.