কৌন বনেগা ক্রোড়পতি-র মঞ্চে দিলজিৎ দোসাঞ্জের প্রণাম ঘিরে বিতর্ক। অমিতাভ বচ্চনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্রীয় সংস্থাগুলি। সূত্রের খবর, অমিতাভ বচ্চনের উপর সম্ভাব্য হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না গোয়েন্দা বিভাগ।
প্রণাম দিলজিৎর-এর
ঘটনার সূত্রপাত ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র ৩১ অক্টোবর সম্প্রচারিত এক পর্বে। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্জাবি গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। অনুষ্ঠানের মাঝেই বিগ বি-এর পা ছুঁয়ে প্রণাম করেন দিলজিৎ। মুহূর্তেই সেই ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। আর সেই দৃশ্য নিয়েই আপত্তি তোলে খলিস্তানপন্থী সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে)।
সংগঠনটির দাবি, অমিতাভের পা ছুঁয়ে প্রণাম করে গোটা শিখ সম্প্রদায়কে অপমান করেছেন দিলজিৎ। তারা ১৯৮৪ সালের শিখ গণহত্যার প্রসঙ্গ টেনে এনে এই ঘটনাকে ‘অসম্মানের প্রতীক’ বলে আখ্যা দিয়েছে। এসএফজে প্রধানের হুঁশিয়ারি, ১ নভেম্বর অস্ট্রেলিয়ায় দিলজিতের নির্ধারিত কনসার্ট বাতিলের চেষ্টা করবে তাদের সংগঠন।
আবেগঘন হ্যাশট্যাগ Amitabh Bachchan Security Threat
তদন্তকারীদের মতে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ব্যাপক প্রচার চালাচ্ছে এসএফজে। ব্যবহার করা হচ্ছে ১৯৮৪-র হত্যাকাণ্ড-সংক্রান্ত আবেগঘন হ্যাশট্যাগ। ইতিমধ্যেই দিলজিতের কনসার্ট ঘিরে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে।
এদিকে অমিতাভ বচ্চনকেও সরাসরি নিশানা করছে খলিস্তানি সংগঠনটি। সূত্র বলছে, এসএফজে তাদের বিবৃতিতে উল্লেখ করেছে— রাজীব গান্ধীর ঘনিষ্ঠ বন্ধু এবং প্রাক্তন কংগ্রেস সাংসদ হিসেবে ৮০-র দশকের সেই সময়ের সঙ্গে অমিতাভের যোগ অস্বীকার করা যায় না। এমনকি সেই সময় ‘রক্তের বদলে রক্ত’-এর আহ্বান জানিয়েছিলেন তিনি, সেই বক্তব্যও ঘুরে ফিরে উঠছে সংগঠনের প্রচারে।
এই প্রেক্ষাপটে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি আশঙ্কা করছে, অমিতাভ বচ্চনের ওপর হামলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তাঁর নিরাপত্তাবলয়ের উপর ইতিমধ্যেই কড়া নজরদারি শুরু হয়েছে।
বিগ বি-র চলাফেরার নিরাপত্তা
সূত্রের দাবি, এসএফজে-র কার্যকলাপ এবং অনলাইন বার্তাবিনিময়ের গতিবিধি বিশ্লেষণ করছে একাধিক কেন্দ্রীয় তদন্ত সংস্থা। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে বিগ বি-র চলাফেরার নিরাপত্তা চৌহদ্দিও।
দেশের সবচেয়ে প্রভাবশালী তারকাদের অন্যতম অমিতাভ বচ্চনকে ঘিরে খলিস্তানি সংগঠনের এমন হুমকি নতুন আতঙ্ক তৈরি করেছে প্রশাসনের মধ্যে। কেন্দ্রীয় সংস্থাগুলি জানিয়েছে, যে কোনও পরিস্থিতিতে বিগ বি’র নিরাপত্তায় কোনও ফাঁক রাখা হবে না।
