ব্যাংককের নিষিদ্ধ পল্লীতে আড়াই ঘণ্টা সময় কাটিয়েছিলেন বিগ বি, সঙ্গী কে জানেন?

ব্যাংকক শহরের নিষিদ্ধ পল্লীতে প্রায় প্রতি বছরই বহু পর্যটক যান। বিশেষত যারা রাত্রি জীবন উপভোগ করতে চান, তাদের জন্য এটি এক রকমের মক্কা। আর এই…

amitabh-bachchan-bangkok-night-club-unbuttoned-t-shirt-apoorva-lakhia-recalls-incident

ব্যাংকক শহরের নিষিদ্ধ পল্লীতে প্রায় প্রতি বছরই বহু পর্যটক যান। বিশেষত যারা রাত্রি জীবন উপভোগ করতে চান, তাদের জন্য এটি এক রকমের মক্কা। আর এই নিষিদ্ধ পল্লীতে এক অদ্ভুত অভিজ্ঞতা ছিল বলিউডের সুপারস্টার অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) সঙ্গে। বিগ বি প্রায় আড়াই ঘণ্টা সময় কাটিয়েছিলেন ব্যাংককের এক ‘নগ্ন ক্লাবে’। এই অভিজ্ঞতার কথা শেয়ার করেছিলেন পরিচালক অপূর্ব লাখিয়া(Apoorva Lakhia)।

ঘটনাটি প্রায় ২০ বছর পুরোনো, ২০০৫ সালের দিকে। সেই সময়ে ‘এক আজনবি’ ছবির শুটিং চলছিল। অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) তখন অনিদ্রার সমস্যায় ভুগছিলেন। রাতে ঘুমোতে না পেরে প্রায় প্রতি রাতে সিনেমা দেখতেন অভিনেতা। কিন্তু একদিন পরিচালক অপূর্ব লাখিয়া তার সঙ্গে ব্যাংককের নিষিদ্ধ পল্লী ঘুরে দেখার পরিকল্পনা করেন। মনের মধ্যে কিছুটা ভয় ছিল। কারণ তিনি জানতেন যদি ভারতীয়রা তাদের দেশের সুপারস্টারকে এমন একটি জায়গায় দেখে ফেলেন, তাহলে সমস্যার সৃষ্টি হতে পারে। তবে অমিতাভ বচ্চন তখনই শান্ত মনে বলে উঠেছিলেন, “আমরা যাব।”

   

পরিচালক অপূর্ব লাখিয়ার (Apoorva Lakhia) মাথায় তখন এক চমকপ্রদ চিন্তা আসে। তিনি অমিতাভকে (Amitabh Bachchan) নিয়ে পাটায়ার নিষিদ্ধ পল্লীর এক ‘নগ্ন ক্লাবে’ (Bangkok Night Club) চলে যান। অমিতাভ বিশেষভাবে কোনো আড়াল বা নিরাপত্তা নিয়ে যাননি। সাধারণ মানুষের মতো একটি খোলামেলা শার্ট এবং থাই ধুতি পরে তিনি প্রবেশ করেন ক্লাবে। এর আগে তিনি কখনো এমন কোন ক্লাবে যাননি। এমনকি এমন ধরনের পানশালার সঙ্গেও তার পরিচয় ছিল না।

‘নগ্ন ক্লাবে’ (Bangkok Night Club) অমিতাভ এবং অপূর্ব প্রায় আড়াই ঘণ্টা সময় কাটান। তারা নানা ধরনের অনুষ্ঠান এবং নৃত্য উপভোগ করেন। অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) নিজের অভিজ্ঞতা সম্পর্কে বলেন, ‘‘এক কথায় অসাধারণ।’’ এই পরিপূর্ণ অভিজ্ঞতা উপভোগ করার পরে তারা রাত তিনটা নাগাদ হোটেলে ফিরে যান। এরপর অবিশ্বাস্যভাবে, অমিতাভ বচ্চন সকাল পাঁচটার কল টাইমে পুরোপুরি প্রস্তুত হয়ে সেটে উপস্থিত হয়ে যান।