অমিতাভ বচ্চনের বাড়ির জলসায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

শুক্রবার I.N.D.I.A জোটের বৈঠক। তার আগেই মুম্বই পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বিগ বি – এর বাড়িতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মুম্বাইতে আছেন জানার পরে যাওয়ার জন্য তাকে ফোন করেন। সেই হেতু মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানান অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চন। সেই মতোই আজ মুম্বাইতে পৌঁছে মুখ্যমন্ত্রী সরাসরি চলে যান অমিতাভ বচ্চনের বাড়িতে জলসায়।

বর্তমানে বিগ বি-এর পরিবারের সঙ্গে আলাপচারিতা চলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবং তাকে দেখে খুবই খুশি জয়া বচ্চন। অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চনের সঙ্গে অনেক আগে থেকেই সুসম্পর্ক মমতা বন্দ্যোপাধ্যায়ের।অমিতাভ বচ্চনের বাড়ির জলসায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

   

এর আগেও একাধিকবার কলকাতায় ফিল্ম ফেস্টিভ্যালের শুভ উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অমিতাভ বচ্চনকে ডেকেছেন। এবং তারা স্বপরিবারে কলকাতায় উপস্থিত হয়েছেন। সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় মুম্বাই আসছেন জেনে জয়া বচ্চন তাকে আমন্ত্রণ জানায়।

আগামীকাল ও পরশু মুম্বইতে রয়েছে বিরোধী জোটের তৃতীয় বৈঠক। গতকাল প্রধানমন্ত্রী মোদী গ্যাসের দাম কমানো নিয়ে একটি বড় ঘোষণা করেন। এরপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন যে, এতেই বোঝা যাচ্ছে I.N.D.I.A – এর দম।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন