Ambarish Bhattacharya: অম্বরীশের পোষ্টে ফাঁস হল রহস্য

অবশেষে ফাঁস হলো আসল রহস্য। কিছুদিন আগেই জানতে পারা গিয়েছিল টলিউড সিনেমা জগতের অন্যতম তিন উল্লেখযোগ্য ব্যক্তি একত্রিত হয়ে আসতে চলেছে আগামী বছরের ২০ শে…

short-samachar

অবশেষে ফাঁস হলো আসল রহস্য। কিছুদিন আগেই জানতে পারা গিয়েছিল টলিউড সিনেমা জগতের অন্যতম তিন উল্লেখযোগ্য ব্যক্তি একত্রিত হয়ে আসতে চলেছে আগামী বছরের ২০ শে জানুয়ারি। কিন্তু সেই দিন কী সিনেমা মুক্তি পাবে তা দর্শকদের কাছে অজানা ছিল। অবশেষে তা জানতে পারা গেছে অভিনেতা অম্বরীশ ভট্টাচার্যের (Ambarish Bhattacharya) ইনস্টাগ্রামে একটি পোষ্টের মাধ্যমে। 

   

একটি ১৫ সেকেন্ডের ভিডিও অভিনেতা পোস্ট করে বাংলার দর্শকদের জানিয়েছেন যে, ” লক্ষী ছেলের পর কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় আমার দ্বিতীয় ছবি ‘কাবেরী অন্তর্ধান’ আসছে আগামী ২০ শে জানুয়ারি, ২০২৩”। 

এই ক্যাপশন এর দ্বারা স্পষ্টত বোঝা যাচ্ছে আগামী বছরের ২০ শে জানুয়ারি আসতে চলেছে কৌশিক গঙ্গোপাধ্যায় এর পরিচালনায় তৈরি ‘কাবেরী অন্তর্ধান’। এই সিনেমার মুখ্য ভূমিকায় অভিনয় করতে পাওয়া যাবে শ্রাবন্তী ও প্রসেনজিৎ চ্যাটার্জীকে। সূত্র মারফত এই সিনেমায় কে অভিনয় করছে জানতে পারা গেলও, এই সিনেমার বিষয়বস্তু তা এখনও জানতে পারা যায়নি। অভিনেতা অম্বরিশের ইনস্টাগ্রাম পোষ্টের মাধ্যমে বাংলা সিনেমা জগতের এই সংবাদ জানতে পেরে বাংলা সিনেমার দর্শকেরা আগ্রহী হয়ে পড়েছে