অবশেষে জেল মুক্তি, ‘পদপিষ্টের ঘটনায় আমার হাত ছিল না, বললেন আল্লু

হায়দরাবাদ:  হায়দরাবাদে ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল এক মহিলার৷ সেই ঘটনায় শুক্রবার গ্রেফতার করা হয় ছবির নায়ক তথা দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে। অবশেষে…

**Is Allu Arjun Facing Jail Again? Superstar Appears at Chikkadpally Police Station**

হায়দরাবাদ:  হায়দরাবাদে ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল এক মহিলার৷ সেই ঘটনায় শুক্রবার গ্রেফতার করা হয় ছবির নায়ক তথা দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে। অবশেষে রাত কাটিয়ে শনিবার সকালে চঞ্চলগুড়া জেল থেকে বেরলেন তেলুগু সুপারস্টার৷ হায়দরাবাদ হাই কোর্ট তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে৷ কয়েকঘন্টার মধ্যেই ব্যক্তিগত বন্ডে জামিন পেয়ে গিয়েছিলেন অভিনেতা৷ কিন্তু সময় মতো রিলিজ অর্ডার জেলে না পৌঁছনোয় শুক্রবার রাতটা গারদেই কাটাতে হয় আল্লু অর্জুনকে৷ (allu arjun granted bail)

জুবিলি হিল্‌সে বাড়িতে ফিরলেন আল্লু allu arjun granted bail

শনিবার সকালে জুবিলি হিল্‌সে নিজের বাড়িতে ঢোকার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হন আল্লু৷  হাত জোড় করে ক্ষমা চেয়ে নেন। তিনি বলেন, গত ৪ ডিসেম্বর সন্ধ্যা থিয়েটারে যে ঘটনা ঘটেছিল, তাতে তাঁর কোনও হাত ছিল না। এদিন সকাল ৬টা বেজে ৩৫ মিনিটে চঞ্চলগুড়া জেলের পিছনের দরজা দিয়ে বেরিয়ে আসেন পুষ্পা খ্যাত অভিনেতা। ছেলেকে জেল থেকে বাড়ি ফিরিয়ে নিতে এসেছিলেন তাঁর বাবা আল্লু অরবিন্দ এবং শ্বশুর কাঞ্চর্লা চন্দ্রশেখর রেড্ডি।

   

‘আমি ভালো আছি’ allu arjun granted bail

বাড়ি ফিরে দরজার সামনে দাঁড়িয়ে আল্লু বলেন, ‘‘আমি ভাল আছি। চিন্তা করবেন না৷ সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমি ভারতের এক নাগরিক, আইনকে সম্মান করি৷ আইন মেনে চলি। আইনি প্রক্রিয়ার আমি সর্বোতভাবে সহযোগিতা করব। আমাকে যা করতে হবে, আমি করব।’’ সেই সঙ্গে মৃতের পরিবারের পাশে থাকার কথাও জানান অভিনেতা৷ 

এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় একবারও মেজাজ হারাননি পর্দার পুষ্পা৷ শান্ত স্বরেই তিনি বলেন, ‘‘এটা সম্পূর্ণভাবেই অনিচ্ছাকৃত দুর্ঘটনা। এই ঘটনার পিছনে কারও হাত ছিল না। দুর্ভাগ্যজনক ভাবে আমরা তাঁকে হারিয়েছি। গোটা ঘটনার জন্য আমি অত্যন্ত দুঃখিত। কিন্তু আবারও বলব, এতে আমার কোনও হাত ছিল না। গোটা বিষয়টি আমার ব্যক্তিগত নিয়ন্ত্রণের বাইরে ছিল।’’ আভিনেতা আরও জানান, গত ২০ বছর ধরে তিনি এভাবেই নিজের ছবি দেখতে যান। এর আগে ওই প্রেক্ষাগৃহে অন্তত ৩০ বার গিয়েছেন তিনি। তবে কখনও এমন কিছু ঘটেনি।’’

উত্তাল ফিল্ম ইন্ডাস্ট্রি

শুক্রবার আল্লু অর্জুনের গ্রেফতারি নিয়ে উত্তাল হয়ে উঠেছিল দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি৷ প্রিয় অভিনেতার মুক্তির দাবিতে সরব হয়েছিলেন ভক্তরা৷ তাঁদের প্রশ্ন ছিল দর্শকদের হুড়োহুড়ির জেরে ওই মহিলা পদপিষ্ট হয়েছিলেন, এই ঘটনায় অভিনেতাকে গ্রেফতার করা হল কেন? অবশেষে তেলেঙ্গানা হাই কোর্ট ব্যক্তি স্বাধীনতার যুক্তিতে দক্ষিণী তারকার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে৷ 

 

 Entertainment: Pushpa 2 premiere tragedy: Allu Arjun arrested after a woman’s death in a stampede at the Hyderabad event. Granted bail by High Court, the actor was released from jail. Allu Arjun addresses the media