বিয়ের কয়েক মাস হতে না হতেই সুখবর দিলেন Shruti Das!

Shruti Das

Shruti Das: বিয়ের কয়েক মাস এগোতে না এগোতেই সুখবর! ‘রাঙা বউ’ সিরিয়ালটি চলাকালীনই জুলাই মাসে প্রেমিক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে আইনি বিয়ে সেরেছেন অভিনেত্রী শ্রুতি দাস। জাঁকজমক ভাবে নয় সকলের থেকে লুকিয়ে সবটা পরিকল্পনা করেছিলেন অভিনেত্রী। শ্বেত বস্ত্রে দুজনকে বিয়ের সাজে বেশ মানিয়েছিল। আর সেই বিয়ের রেশ কাটতে না কাটতেই এল বড় সুখবর! আর সেই খবর নিজেই শেয়ার করলেন অভিনেত্রী।

Advertisements

আসলে স্বর্নেন্দু এবং শ্রুতির বিয়ের ৬ মাস পূর্ণ হয়েছে। আর সেই সেলিব্রেশনেই মজেছিলেন দুজন। এদিন শ্রুতি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেন সেই ছবি। দক্ষিণ কলকাতার একটি রেস্তরাঁয় একসঙ্গে গিয়েছিলেন এই জুটি। কেক কেটে উদ্‌যাপন করলেন বিয়ের ছ’মাসের জন্মদিন। খাওয়া-দাওয়া করে দিনটা কাটালেন তাঁরা। সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, “অর্ধেক বছর কাটিয়ে ফেললাম মিসেস দাস সমাদ্দার হিসাবে। বিয়ের ছ’মাসের পূর্তির শুভেচ্ছা।” কেকটি যে তৈরি করে দিয়েছিলেন তাঁকেও ধন্যবাদ জানিয়েছেন শ্রুতি। নায়িকার সেই জাঁকজমক পোস্ট দেখেই অনেকে মন্তব্য করে ফেললেন, “এরই মধ্যে আইনি বিয়ের ছ’মাস হয়ে গেল!”

   

অভিনেত্রী শ্রুতির শেষ বাংলা ধারাবাহিক ‘রাঙা বউ’ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। শোনা যায়, টিআরপির কমে যাওয়াই সিরিয়াল বন্ধের অন্যতম কারণ। যদিও সিরিয়াল শেষ হতেই নতুন সুযোগ এসেছে শ্রুতির কাছে। সম্প্রতি সেই খবরও প্রকাশ্যে এসেছে। পরিচালক নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘আমার বস’ ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছেন শ্রুতি। এই ছবির মাধ্যমে প্রথম বার বড় পর্দায় তাঁকে দেখবেন দর্শক। তা নিয়ে বেশ উত্তেজিত নায়িকা Shruti Das

Advertisements
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by 🧿Shruti Das🧿 (Samaddar) (@shrutidas_real)