Home Entertainment শ্যুটিং চলাকালীন গুরতর অসুস্থ অলিভিয়া, হাসপাতালে ভর্তি!

শ্যুটিং চলাকালীন গুরতর অসুস্থ অলিভিয়া, হাসপাতালে ভর্তি!

alivia-sarkar-falls-sick-during-shooting-poisoning-details

বাংলা টেলিভিশন ও চলচ্চিত্র জগতের অতি পরিচিত অভিনেত্রী অলিভিয়া সরকার (Alivia Sarkar) । সম্প্রতি শ্যুটিং ফ্লোরে অসুস্থ হয়ে পড়েন। শ্যুটিং চলাকালীন আচমকা বমি শুরু হলে অভিনেত্রীকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। জানা গেছে অলিভিয়াকে ফুড পয়জনিং হয়েছে।

Advertisements

অলিভিয়া (Alivia Sarkar) নিজেই এ বিষয়ে সংবাদ মাধ্যমকে বলেন, “বমি কিছুতেই থামছিল না, ওষুধ খাওয়ার পরও। তখন বুঝতে পারি যে ফুড পয়জনিং হয়েছে। ইউনিটের সবাই খুব চিন্তিত হয়ে পড়েছিল। আমি নিজেই গাড়ি চালিয়ে হাসপাতালে গিয়েছি।” অলিভিয়া বাঘাযতীন এলাকার একটি হাসপাতালে গিয়েছিলেন, যেখানে চিকিৎসকেরা তাকে স্যালাইন দেওয়া হয়। 

   

শ্যুটিং চলাকালীন গুরতর অসুস্থ অলিভিয়া, হাসপাতালে ভর্তি!

এই দুর্ঘটনার পর অলিভিয়া (Alivia Sarkar) হাসপাতাল থেকে প্রায় রাত ২ টোর দিকে বাড়ি ফিরেন। চিকিৎসকরা তাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। অভিনেত্রী দুদিন বিশ্রাম নিলেই শীঘ্রই সুস্থ হয়ে শ্যুটিংয়ে ফিরতে পারবেন। অলিভিয়া জানিয়েছেন বৃহস্পতিবার থেকে আবার শ্যুটিং শুরু করবেন। তবে তার এই অসুস্থতার কারণে দুটি গুরুত্বপূর্ণ দৃশ্যের শ্যুটিং বাতিল হয়ে যায়, যা নিয়ে তিনি বেশ মন খারাপ। তিনি বলেন, “খুব গুরুত্বপূর্ণ দুটো দৃশ্যের শ্যুটিং ছিল। সেই দৃশ্যগুলো বাতিল করতে হল বলে খুব খারাপ লাগছে। তবে আমি কৃতজ্ঞ আমার ইউনিটের কাছে, যারা এই সময়ে আমার পাশে ছিলেন।”

অলিভিয়া (Alivia Sarkar) তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেছেন, যেখানে স্যালাইনের চ্যানেল হাতে রয়েছে। ছবির সঙ্গে তিনি লিখেছেন, “পরিকল্পনা ছিল সারা রাত ধরে শ্যুটিং করার, কিন্তু শেষ হল এখানে।”

অলিভিয়া (Alivia Sarkar) বর্তমানে রাপ্পা রাও অ্যান্ড ফুলস্টপ ডট কম ছবির শ্যুটিং করছেন। টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিওতে শ্যুটিং চলছিল, যেখানে এই ঘটনা ঘটে। শীঘ্রই তিনি “বৃত্ত রহস্য” নামে আরও একটি ছবির শ্যুটিং শুরু করবেন।

Advertisements