Alivia Sarkar: অলিভিয়ার ফটোশ্যুটে কাবু‌ পুরুষ ফ্যানেরা

রোজকার দিনে মানুষের জীবনে ইন্টারনেট আসার পর থেকেই বহু অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে যেকোনো উচ্চমানের ব্যাক্তিকে আগের থেকে আরও বেশী মাত্রায় সমালোচনার সম্মুখীন হয়ে থাকে। আবার কেউ ভালো কাজ করলেও তাকে একটু নিয়ে প্রশংসা হয় বহুমাত্রায়। তেমন এক বাংলার অভিনেত্রী অলিভিয়া সরকারের (Alivia Sarkar) ফটোশ্যুটের কিছু ফটো তার ইনস্টাগ্রামের নিজস্ব অ্যাকাউন্ট থেকে পোস্ট করায় রাতারাতি তা ভাইরাল হয়ে পড়ে দর্শকদের মাঝে। এই অভিনেত্রী বাংলা অভিনয় জগতে ছোটো ও বড়ো পর্দায় সমানতালে কাজ করেন।

https://www.instagram.com/p/CkAt6kKSyxW/?igshid=MDJmNzVkMjY=

   

অভিনেত্রী ২০১৪ সালে হয়ে যাওয়া স্টার জলসার বিখ্যাত সিরিয়াল ‘ঠিক যেন লাভ স্টোরি’র মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন। অভিনয় জগতে আসার আগে অভিনেত্রী মডেলিং করতেন। বর্তমানে তিনি ব্যস্ত আছেন ফটোশ্যুটে। অভিনেত্রীর ভাইরাল হয়ে যাওয়ার ফটোগুলিতে দেখতে পাওয়া যাচ্ছে অলিভিয়ার পরনে রয়েছে স্লিভলেস লাল ড্রেস , চোখে মোটা কাজল সঙ্গে খোলা চুলে সুইমিং পুলের মধ্যে লাশ্যময়ী রূপে ধরা দিচ্ছে দর্শকদের কাছে। অভিনেত্রীর এই ফটো পুরুষদের মনে ঢেউ তুলে দিয়েছে বলে বলা যেতে পারে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন