বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট(Alia Bhatt) বরাবরই অভিনয়ের মাধ্যমে নিজের জাত চিনিয়ে চলেছেন। বৃহস্পতিবার প্রকাশ্যে এল তার নতুন ছবি ‘জিগরা’ ট্রেলার। করণ জোহর প্রযোজিত ‘জিগরা’ সিনেমার পেক্ষাপট দিদি-ভাইয়ের সম্পর্ক। ছবিতে বেদাং রায়নার দিদির চরিত্রে দেখা যাবে আলিয়াকে। নিজের ভাইকে বাঁচাতে একজন দিদি কতদূর যেতে পারে সেই কাহিনি ফুটে পর্দায়।
‘জিগরা’ ছবির তিন মিনিটের ট্রেলারে আলিয়াকে বিভিন্ন রূপে দেখা গেল। কখনও আলিয়া স্নেহশীল দিদি, কখনও তিনি অ্যাকশন মুডে, কখনও তিনি ইমোশন্যাল। ছবির ট্রেলারে বেদাং এর অভিনয় নজর কেড়েছে সকলের। ছবিতে দুর্ধর্ষ অবতারে দেখা যাবে আলিয়াকে। ছবির একটি বড় অংশ জুড়ে রয়েছে স্কেটবল খেলার অংশ এবং মারকাটারি অ্যাকশন সিকোয়েন্স। আগামী ১১ অক্টোবর দুর্গা পুজোর সময় মুক্তি পাবে ভাসান বালা পরিচালিত ছবি ‘জিগরা’।
প্রসঙ্গত, সম্প্রতি প্যারিস ফ্যাশেন শো তে প্রথমবার হাঁটলেন আলিয়া। লরিয়ালের প্রতিনিধি হিসাবে হাজির হয়েছিলেন অভিনেত্রী ।আলিয়াকে কালো অফ শোল্ডার জাম্প স্যুটের সঙ্গে মেটালিক সিলভার বাস্টিয়ারে দারুন দেখাচ্ছিল। অভিনেত্রীর হালকা মেকআপ এবং ওয়েট হেয়ার লুকে তাকে আরও বেশী আর্কষণীয় করে তুলেছিল। অভিনেত্রী প্যারিসের রানওয়েতে পা রেখেই হাত নাড়েন, হাসেন এবং দর্শকদের উদ্দেশ্যে ফ্লাইং কিস দেন। উল্লখ্য, এছাড়াও অভিনেত্রীকে দেখা যাবে স্পাই ইউনিভার্সের ‘আলফা’ ছবিতে। ছবিতে আলিয়ার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন শর্বরী ওয়াঘ