মানসিক রোগে আক্রান্ত আলিয়া ভাট! সে কথা নিজেই জানালেন অভিনেত্রী

Alia-Bhatt

বর্তমানে বলিউডের ব্যস্ততম অভিনেত্রী আলিয়া ভাট (Alia Bhatt )। তার হাতে রয়েছে এখন একগুচ্ছ ছবি। অভিনয়ের পাশাপাশি নিজের সংসারও সামলাচ্ছেন আলিয়া। স্বামী রণবীর এবং মেয়ে রাহাকে নিয়ে সুখের সংসার অভিনেত্রীর। কিন্তু তাও মানসিক রোগে ভুগছেন আলিয়া। সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া (Alia Bhatt ) নিজেই জানালেন রোগের কথা।

আলিয়া (Alia Bhatt ) জানান, তিনি ‘এডিএইচডি’ রোগে আক্রান্ত। এই রোগের একাধিক প্রতিক্রিয়া থাকে। অস্থির ভাব ও অতিরিক্ত উত্তেজনা। কোনও কিছুতে মনযোগ দিতে বেগ পেতে হয়। সাধরণত শিশুদের মধ্যে এই রোগ বেশী দেখা যায়।

   

সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে আলিয়া (Alia Bhatt ) বলেন, “আমি ছোটবেলা থেকেই অন্যমনস্ক হয়ে যেতাম। ক্লাসরুমে কিংবা আড্ডার মাঝে আচমকা ইন্টারেস্ট হারিয়ে ফেলতাম। পরে নিজের মানসিক অবস্থার পরীক্ষা করাই। তখনই জানতে পারি আমার ADHD স্পেকট্রাম অনেক বেশি। অর্থাৎ আমার অ্যাটেনশন ডেফিসিট / হাইপার অ্যাক্টিভিটি ডিজঅর্ডার রয়েছে।” তবে তিনি জানিয়েছেন ক্যামেরার সামনে অভিনয়ের সমস্যা হয় না। মেয়ে রাহার সঙ্গে সময় কাটানোর সময়ও কোন অসুবিধা হয়না।

উল্লেখ্য, সম্প্রতি বড় পর্দায় মুক্তি ‘জিগরা’ (Jigra) । এই ছবি বক্স-অফিসে তেমন সাফল্য পায়নি তবে ছবিতে আলিয়ার অভিনয় দারুন প্রশংসা পেয়েছে। করণ জোহর প্রযোজিত ‘জিগরা’ (Jigra) সিনেমার পেক্ষাপট দিদি-ভাইয়ের সম্পর্ক। ছবিতে বেদাং রায়নার দিদির চরিত্রে দেখা গিয়েছে আলিয়াকে। নিজের ভাইকে বাঁচাতে একজন দিদি কতদূর যেতে পারে সেই কাহিনি ফুটে উঠেছে পর্দায়।

এছাড়াও আলিয়াকে (Alia Bhatt ) দেখা যাবে স্পাই ইউনিভার্সের ‘আলফা’ (Alpha) ছবিতে। ছবিতে আলিয়ার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন শর্বরী ওয়াঘ । ছবিতে দুরন্ত অ্যাকশন সিকোয়েন্স রয়েছে। যার জন্য মাসখানেক ধরেই কড়া প্রশিক্ষণ নিয়েছেন আলিয়া।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন